South 24 Parganas News: এ যেন পশ্চিমবঙ্গের এক্কেবারে নিজস্ব ‘জামতারা গ্যাং’! দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা লুট..তারপর
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
এরপরেই ঘটনার তদন্তে তৎপর হন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জি৷ তাঁর নির্দেশে চক্রের সন্ধানে নেমে নিজস্ব সোর্স মারফত খবর পেয়ে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার রাতে দক্ষিণ বারাসত বাজার এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে৷ তারপর তাদের নিয়ে আসা হয় জয়নগর থানায়।
দক্ষিণ ২৪ পরগণা: এ যেন পশ্চিমবঙ্গের নিজস্ব ‘জামতারা গ্যাং’৷ অনলাইন ব্যাঙ্কিংয়ের নাম করে দিনের পর দিন প্রতারণা৷ লক্ষ লক্ষ টাকা গায়েব৷ অবশেষে দক্ষিণ বারাসত থেকে পুলিশের হাতে ধরা পড়ল দু’জন। ধৃতদের শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। বাকিরা কোথায়?
বহুদিন ধরেই জয়নগর থানার পুলিশের কাছে খবর আসছিল, ফোন করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিচ্ছে লোকজন৷ তারপরে কথায় কথায় জেনে নিচ্ছে গ্রাহকের ব্যাঙ্কের ডিটেইলস। বহু গ্রাহক তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্তও হয়েছেন। হারিয়েছেন লক্ষ লক্ষ টাকা৷
advertisement
advertisement
এরপরেই ঘটনার তদন্তে তৎপর হন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জি৷ তাঁর নির্দেশে চক্রের সন্ধানে নেমে নিজস্ব সোর্স মারফত খবর পেয়ে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার রাতে দক্ষিণ বারাসত বাজার এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে৷ তারপর তাদের নিয়ে আসা হয় জয়নগর থানায়।
advertisement
আরও পড়ুন: ঝাঁপিয়ে বৃষ্টি, আবহাওয়ায় আমূল বদল! অবশেষে দক্ষিণবঙ্গের জন্য সুখবর শোনাল আলিপুর
ধৃত দুজন হল সইফুল্লা লস্কর ও আরফুল লস্কর৷ ধৃত দুজনেরই বাড়ি জয়নগর থানার আলিপুর কাকা পাড়া এলাকায়। ধৃতদের শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কারী অফিসার। ধৃতদের নিজেদের হেফাজতে রেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ। এর পিছনে কোনও চক্র কাজ নাকি এরা দু’জনেই এই কাজ চালাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ৷ কোনও চক্র কাজ করলে, সেই চক্রের বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে৷
advertisement
সুমন সাহা
view commentsLocation :
West Bengal
First Published :
June 23, 2023 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এ যেন পশ্চিমবঙ্গের এক্কেবারে নিজস্ব ‘জামতারা গ্যাং’! দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা লুট..তারপর