South 24 Paraganas News: এই প্রথম উচ্চশিক্ষার কাউন্সেলিং, সহায়তা করবে ভার্চুয়াল আ্যকাডেমিক কাউন্সিলার 'বিদ‍্যা'

Last Updated:

পশ্চিমবঙ্গের মধ‍্যে প্রথম গার্গী মেমোরিয়াল ইন্সটিটিউট ওফ টেকনোলজি বা জিএমআইটি তৈরী করল ভার্চুয়াল আ্যকাডেমিক কাউন্সিলার। যার নাম দেওয়া হয়েছে 'বিদ‍্যা'। এই বিদ‍্যা সহয়তা করবে উচ্চশিক্ষার কাউন্সিলিং এ। 

+
South

South 24 Paraganas News: Virtual Academic Counselor 'Vidya' to assist in Higher Education Counseling

#বারুইপুর: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না সঠিক কি বিষয় নিয়ে পড়া উচিৎ। সেই সমস‍্যার সমাধান করতে পশ্চিমবঙ্গের মধ‍্যে প্রথম গার্গী মেমোরিয়াল ইন্সটিটিউট অফ টেকনোলজি বা জিএমআইটি তৈরি করল ভার্চুয়াল অ্যাকাডেমিক কাউন্সিলার, যার নাম দেওয়া হয়েছে 'বিদ‍্যা'।
এই ভার্চুয়াল অ্যাকাডেমিক কাউন্সিলার এর একটি নির্দিষ্ট নম্বরে সামাজিক যোগাযোগ মাধ‍্যম থেকে বার্তা পাঠালে সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে কাউন্সিলিং করা করা শুরু হবে। ওই নির্দিষ্ট নম্বরটি হল 6292260910, এই পরিষেবা হোয়াটস‍্যাপ ছাড়াও আরও সাতটি  সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যাবে। এছাড়াও একটি কিউআর কোড স্ক্যান করেও এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল‍্যে পাওয়া যাবে।
advertisement
'বিদ‍্যা'-র Whats app নম্বর: 6292260910
advertisement
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর অনেক ছাত্রছাত্রীরাই বুঝে উঠতে পারেন না তাঁদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সঠিক কোন বিষয় নিয়ে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করা উচিৎ। তাছাড়া সঠিক কোন কোন বিষয় নিয়ে পড়াশুনা করলে ভবিষ্যতে কোন কোন চাকরি বা কাজের সুযোগ তাঁরা পেতে পারবেন। নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে সঠিক কোথায় যেতে হবে। সেখানে ভর্তি হতে গেলে কি কি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। উচ্চশিক্ষার জন্য এইধরনের নানা বিষয়ে ছাত্রছাত্রীদের যথাযথ দিশা দেখানোর উদ্দেশ্যে দক্ষিন ২৪ পরগনার বারুইপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গার্গী মেমোরিয়াল ইন্সটিটিউট বা জিএমআইটি সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছেন।
advertisement
বিশদ জানতে যোগাযোগ করুন : 8240302818/ 8336942309
গুগল লোকেশান : https://maps.app.goo.gl/HJa4gS4iBB82mSZU6
বিদ্যা নামক ঐ মোবাইল অ্যাপ থেকে খুব সহজেই উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও কঠিন প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাবেন পড়ুয়ারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথাই জানান এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশান উচ্চশিক্ষায় আগ্রহী পড়ুয়াদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে বলে জানান তিনি।
advertisement
Nawab Ayatulla Mallick
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: এই প্রথম উচ্চশিক্ষার কাউন্সেলিং, সহায়তা করবে ভার্চুয়াল আ্যকাডেমিক কাউন্সিলার 'বিদ‍্যা'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement