Bizarre Flute Playing: জীবনসংগ্রাম! লোকাল ট্রেনের কামরায় নাক দিয়ে বাঁশি বাজিয়েই তাক লাগিয়েছেন এই যুবক
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bizarre Flute Playing: নাক দিয়ে বাঁশি বাজাতে দেখেছেন কাউকে? নাক দিয়েই বাঁশি বাজিয়েই তাক লাগিয়েছেন বছর তিরিশের যুবক
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : নাক দিয়ে বাঁশি বাজাতে দেখেছেন কাউকে? নাক দিয়েই বাঁশি বাজিয়েই তাক লাগিয়েছেন বছর তিরিশের যুবক ।নাম চিত্তরঞ্জন শিকদার। বাড়ি সোনারপুর থানা এলাকার মুকুন্দপুর দাসপাড়ায়। বছর তিরিশের এই যুবক নাক দিয়ে বাঁশি বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। একের পর এক গানের সুর বেজে চলেছে তাঁর বাঁশিতে। তাঁর নেশা বাঁশি বাজানো, আর এভাবে বাঁশি বাজানোকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।
বিগত ১৮ বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করেন চিত্তরঞ্জন। ছোটবেলায় বাবা মারা গিয়েছেন। সাত বছর বয়সে বাবা মারা যাওয়ায় পর থেকেই বাঁশি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েছিলেন তিনি।
advertisement
মা ও পাঁচ ভাই বোনদের মুখে ভাত তুলে দিতে বাঁশি বাজাতেন রাস্তায় রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে। তবে বর্তমানে স্ত্রী, সন্তান ও মাকে নিয়েই বর্তমানে সংসার তাঁর। এখন শিয়ালদহ দক্ষিন শাখার ডায়মন্ড হারবার, ক্যানিং অথবা বারুইপুর লোকালে মাঝে মধ্যেই দেখা মেলে চিত্তরঞ্জনের। শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেনের কামরায় মাঝে মধ্যেই শোনা যায় তাঁর বাঁশির সুর।
advertisement
নিত্যযাত্রীদের অনেকেই চিনে নিয়েছেন সোনারপুরের চিত্তরঞ্জন শিকদারকে। না, শুধু বাঁশির সুরে যাত্রীদের মুগ্ধ করার জন্য নয়, বছর তিরিশের এই যুবক সবার নজর কেড়ে নেন অন্য কারণে। মুখ দিয়ে নয়, চিত্তরঞ্জন বাঁশি বাজান নাক দিয়ে। ট্রেন যাত্রীরা তাঁর এই প্রতিভা দেখে মুগ্ধ। তাঁরাও চাইছেন ভাইরাল হওয়া উচিৎ চিত্তরঞ্জনের এই প্রতিভা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bizarre Flute Playing: জীবনসংগ্রাম! লোকাল ট্রেনের কামরায় নাক দিয়ে বাঁশি বাজিয়েই তাক লাগিয়েছেন এই যুবক