South 24 Parganas News: ডায়মন্ডহারবারে ক্রিক খাল সংলগ্ন এলাকায় ধস, আতঙ্ক

Last Updated:

South 24 Parganas News: ডায়মন্ডহারবারে ক্রিক খাল সংলগ্ন এলাকায় নামল ধস। এরফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। বেশ কিছু বিদ‍্যুৎ এর পোস্ট হেলে পড়ে।

ডায়মন্ডহারবারে ক্রিক খাল সংলগ্ন এলাকায় ধস
ডায়মন্ডহারবারে ক্রিক খাল সংলগ্ন এলাকায় ধস
#ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারে ক্রিক খাল সংলগ্ন এলাকায় নামল ধ্বস। এরফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। বেশ কিছু বিদ‍্যুৎ এর পোল হেলে পড়ে। যদিও এই ধ্বস নামার খবর পাওয়ার পরই ডায়মন্ডহারবার পৌরসভার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে খবর।
লাগাতার টানা ভারী বৃষ্টির জেরে ডায়মন্ডহারবারের ক্রিক খাল সংলগ্ন এলাকার মাটি আলগা হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সোমবার বিকালে ক্রিক খাল সংলগ্ন ১৪ নং ওয়ার্ডের শান্তিনগরে ধ্বস নেমে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। ধ্বস নামার পরই ডায়মন্ডহারবার পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর আগেও বেশ কয়েকবার এই এলাকায় ধ্বস নেমেছিল। নতুন করে আবার ধ্বস নামায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
advertisement
গতকালের পর মঙ্গলবারও ১৪ নং ওয়ার্ডের লালপোল সংলগ্ন এলাকায় ধ্বস নামে। বেশ কয়েকটি দোকানও এরফলে ক্ষতিগ্রস্ত হয়। ইলেকট্রিকের পোল হেলে পড়ে। এরপরই ডায়মন্ডহারবার পৌরসভার পক্ষ থেকে ওই ইলেকট্রিকের পোল মেরামত করার জন‍্য খবর দেওয়া ইলেকট্রিক অফিসে।
advertisement
এই ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলার পূজা সাহা, পৌরসভার চ‍্যেয়ারমান প্রণব দাস সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিরা।
advertisement
আরও পড়ুন: Alipurduar News: পুজোর মুখে জমছে না হাট, চিন্তায় আলিপুরদুয়ারের ব্যবসায়ীরা
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তাঁরা এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনা নিয়ে ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনকে সরে আসতে বলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ডায়মন্ডহারবার পৌরসভার পক্ষ থেকে দ্রুত ওই এলাকায় কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডায়মন্ডহারবারে ক্রিক খাল সংলগ্ন এলাকায় ধস, আতঙ্ক
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement