Six miscreants arrested : গোসাবায় বন্দুক সহ গ্রেফতার ছয়, এলাকা থেকে উদ্ধার প্রচুর বোমা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ARPAN MONDAL
Last Updated:
দক্ষিন ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গোসাবা: দক্ষিন ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা। তিনি স্থানীয় ৪৪ নম্বর বুথের তৃণমূলের সহ সভাপতি। এলাকায় গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে।
খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ছয় দুষ্কৃতিকে গ্রেফতার করে। গুলি চালানোর সময় গুলির আঘাতে জখম হয়েছে এক অভিযুক্ত। সাইফুল মোল্লাই গুলি চালায় বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি।
আরও পড়ুন ঃ খাল সংস্কারের দাবিতে আদালতের দ্বারস্থ স্থানীয়, পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাতে এলাকায় আরও তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ মোট তিনটে বন্দুক, ৩৩ রাউন্ড গুলি ও তিরিশটি তাজা বোমা উদ্ধত করেছে। পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনায় ধৃত সাইফুল সিপিআইএম কর্মী বলে পরিচিত। ঘটনার পিছনে সঠিক কি কারণ রয়েছে সে সম্পর্কে তদন্ত করছে গোসাবা থানার পুলিশ। অভিযোগের তীর সিপিএমের দিকে হলেও তারা অস্বীকার করেছেন অভিযোগ।
advertisement
advertisement
অর্পন মন্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 7:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Six miscreants arrested : গোসাবায় বন্দুক সহ গ্রেফতার ছয়, এলাকা থেকে উদ্ধার প্রচুর বোমা