South 24 Parganas News: খাল সংস্কারের দাবিতে আদালতের দ্বারস্থ স্থানীয়, পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট

Last Updated:

জয়নগরের বাইশাহাটা পঞ্চায়েত এলাকার খাল সংস্কারের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক বাসিন্দা। সেই মামলায় এবার সংশ্লিস্ট পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট।

জয়নগর: এলাকার খাল সংস্কারের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় এক বাসিন্দা। সেই পরিপ্রেক্ষিতেই এবার সংশ্লিস্ট পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট। জয়নগরের বাইশাহাটা পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে খালটি ক্রমশ মজে গিয়েছিল। বছর কয়েক আগে পঞ্চায়েতের তরফে চাষিদের সুবিধার কথা ভেবে খালটি নতুন করে কাটা হয়। কিন্তু অভিযোগ, তারপর থেকে কচুরিপানায় ভরে যায় খালটি। পঞ্চায়েতের কাছে খাল সংস্কারের দাবি জানান সাধারণ মানুষ। তবে তাতে কাজ হয়নি বলেই অভিযোগ।
এরপরেই ওই গ্রামের তালতলা এলাকার বাসিন্দা স্বপন গায়েন খাল সংস্কারের দাবি জানিয়ে ২০২০ সাল নাগাদ হাইকোর্টের দ্বারস্থ হন। স্বপন জানান, সেই মামলাতেই সম্প্রতি পঞ্চায়েত সচিবকে তলব করেছে আদালত। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন সচিবকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
advertisement
advertisement
মঙ্গলবার জয়নগর ২ ব্লক দফতর সূত্রে অবশ্য জানানো হয়েছে, এরকম কোনও তলবের চিঠি মেলেনি। পেলেই ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েতের বিদায়ী প্রধান নাসিমা শেখের স্বামী আবুতাহের শেখের অভি‌যোগ, “একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলেই খাল সংস্কার করা যাচ্ছে না।”
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: খাল সংস্কারের দাবিতে আদালতের দ্বারস্থ স্থানীয়, পঞ্চায়েত সচিবকে ডেকে পাঠাল হাইকোর্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement