Fraud: সরকারি সুবিধা নিতে আধারের ফটোকপিতে বয়স জালিয়াতি!

Last Updated:

Fraud: সরকারি সুবিধা নেওয়ার জন্য আধারের ফটোকপিতে বয়স বদলে জালিয়াতির অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। কীভাবে এই প্রতারণা ঘটছে এবং কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
দক্ষিণ ২৪ পরগনা:  বয়স তাঁর কুড়ি, অথচ বেমালুম পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আবার তফসিলি বন্ধু বা বার্ধক্য ভাতা পাওয়ার বয়স না হলেও তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকছে সরকারের সামাজিক প্রকল্পের টাকা। এভাবে বহু টাকা নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ। আসলে টাকা পাওয়ার জন্য বয়সের যে মাপকাঠি রয়েছে, তা পুরণ করার জন্য অনেকেই আধার কার্ডের ফটোকপিতে বয়স ভাঁড়িয়ে জমা করছেন। তা যাচাই না করেই অনেক সময় ব্লক প্রশাসন মঞ্জুর করছে বিভিন্ন আবেদন।
এর পিছনে সাইবার কাফে ও ছোটখাট কম্পিউটার দোকানিদের এক চক্র রয়েছে বলে অভিযোগ। বিধায়ক ডাঃ অলোক জলদাতা এ প্রসঙ্গে বলেন, ব্লক ও পুলিস প্রশাসনকে এই বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
সূত্রের খবর, মথুরাপুর ২ নম্বর ব্লকের রাধাকান্তপুর ও নন্দকুমারপুর অঞ্চলে সাইবার কাফে ও কম্পিউটারের দোকানে চলছে আধার কার্ডের প্রত্যয়িত কপিতে বয়স বাড়ানোর কাজ, অভিযোগ এমনটাই। লক্ষ্মীর ভাণ্ডার ও তফসিলি বন্ধু ভাতার ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে যথাক্রমে ২৫ বছর ও ৬০ বছর। অথচ দেখা যাচ্ছে, বছর কুড়ির তরুণী কিংবা ৫০-৫৫ বছরের প্রৌঢ় দিব্যি পেয়ে যাচ্ছেন ওই ভাতা।
advertisement
ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ এই বিষয়ে ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির এক পদাধিকারী বলেন, আধার কার্ডের প্রত্যয়িত কপিতে বয়স মুছে কম্পিউটারের সাহায্যে বাড়িয়ে নতুন করে লেখা হচ্ছে।
advertisement
সুমন সাহা:
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Fraud: সরকারি সুবিধা নিতে আধারের ফটোকপিতে বয়স জালিয়াতি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement