South 24 Parganas News: পাঁচ বছর পর আবার পঞ্চায়েত ভোট, কেমন আছে উত্তর লক্ষ্মীনারায়ণপুর? দেখুন ভিডিও

Last Updated:

প্রতিবছর গ্রীষ্মকালে উত্তর লক্ষ্মীনারায়ণপুরে জলের সঙ্কট তীব্র আকার ধারণ করে। গত পাঁচ বছরে সেই সমস্যার কিছুটা সুরাহা হল কি?

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুর-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সব থেকে বড় পঞ্চায়েত হল উত্তর লক্ষ্মীনারায়ণপুর। সামনেই পঞ্চায়েতে নির্বাচন। তার আগে নিউজ ১৮ লোকাল পৌঁছে যায় উত্তর লক্ষ্মীনারায়ণপুরে। আমরা‌ খোঁজ নিলাম সেখানকার মানুষ কেমন আছে, গত পাঁচ বছরে কতটা উন্নয়নের কাজ হল বা কোন কোন প্রতিশ্রুতিগুলো বাকি থেকে গেল।
প্রতিবছর গ্রীষ্মকালে উত্তর লক্ষ্মীনারায়ণপুরে জলের সঙ্কট তীব্র আকার ধারণ করে। গত পাঁচ বছরে সেই সমস্যার কিছুটা সুরাহা হল কি? স্থানীয়দের অভিযোগ, অন্য অনেক কাজ হলেও জলের সমস্যার বিন্দুমাত্র সুরাহা হয়নি। এই পঞ্চায়েতের হিমচি ছাড়া বাকি সবকটি গ্রামে জলের সমস‍্যা তীব্র আকার ধারণ করেছে। এদিকে পানীয় জলের এই সমস্যার জন‍্য সাবমার্সিবল পাম্পের বেপরোয়া ও যথেচ্ছ ব্যবহারকে দায়ী করেছেন পঞ্চায়েত প্রধান সুবোধচন্দ্র হালদার।
advertisement
advertisement
উত্তর লক্ষ্মীনারায়ণপুরের পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধান বলেন, এই জলের সমস‍্যা ছাড়া অন্য যা সমস‍্যা ছিল তার প্রায় সবকটির সমাধান করা গিয়েছে। জলের সমস‍্যার সমাধানের জন্য বড় আকারের পাইপলাইনের কাজ হচ্ছে। তাই একটু হলেও সময় লাগবে। যদিও পঞ্চায়েত প্রধানের এই উত্তরে খুশি নয় গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দা কমল মিস্ত্রি বলেন, বাড়িতে বাড়িতে বেশ কিছুদিন আগে ট‍্যাপ কল বসিয়ে দিয়েছিল। কিন্তু তাতে জল আর আসে না। এলাকায় একাধিক নলকূপ খারাপ। স্কুলের নলকূপ থেকে জল আনতে হচ্ছে।
advertisement
শুধুমাত্র জলের সমস‍্যা নয়, উত্তর লক্ষ্মীনারায়ণপুরের রাস্তাঘাট নিয়েও ক্ষোভ আছে গ্রামবাসীদের মধ্যে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে এখানকার রাস্তাঘাট ও জলের সমস্যার কতটা সমাধান হয় সেই দিকেই তাকিয়ে আছেন বাসিন্দারা।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পাঁচ বছর পর আবার পঞ্চায়েত ভোট, কেমন আছে উত্তর লক্ষ্মীনারায়ণপুর? দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement