Nadia News: বাড়ির পোষ্যের শরীর খারাপ করলেই হাজির হয়ে যাবেন সরকারি চিকিৎসক!

Last Updated:

বাড়ির গবাদি পশু বা পোষ্য কুকুরের শরীর খারাপ করলেই বিডিও অফিসে খবর পাঠালেই হবে। ভ্রাম্যমান প্রাণী চিকিৎসাকেন্দ্র সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দরজায় গিয়ে হাজির হবে

+
title=

নদিয়া: গ্রামে গ্রামে ঘুরে অসুস্থ কুকুর, বিড়াল, গরুর চিকিৎসা করবেন চিকিৎসক। এক কথায় বললে, ভ্রাম্যমান প্রাণী চিকিৎসা কেন্দ্রের পরিষেবা পাবে এই বাংলার মানুষ। মঙ্গলবার তারই সুরুয়াত হল চাকদহে।
চাকদহ বিডিও অফিসে প্রাঙ্গনে উদ্বোধন হল ভ্রাম্যমান প্রাণী চিকিৎসাকেন্দ্রের। নদিয়ার চাকদহের ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে এই ভ্রাম্যমান প্রাণী চিকিৎসাকেন্দ্র গড়ে উঠেছে। তার উদ্বোধন করেন চাকদহের বিডিও অতনু ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার। উপস্থিত ছিলেন ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক সুজিত কুমার মণ্ডল। প্রাণীদের চিকিৎসা নিয়ে এই ভ্রাম্যমান পরিষেবা চালু হওয়ার পরে গ্রামের বহু সাধারণ পরিবার যেমন উপকৃত হবে, তেমনই অনেক প্রাণীর প্রাণ বাঁচানোও সম্ভব হবে।
advertisement
advertisement
নদিয়া মূলত কৃষি প্রধান জেলা হলেও বহু মানুষ এখানে গবাদি পশু প্রতিপালন করে থাকেন। গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি বিভিন্ন পশু পালন করে জীবিকা নির্বাহ করেন অসংখ্য সাধারণ মানুষ। এই সব গবাদিপশুর বিভিন্ন সময়ে স্বাস্থ্যের অবনতি ঘটে। কিন্তু অনেক সময়ই চিকিৎসকের অভাবে বিনা চিকিৎসায় তারা মারা যায়। এক্ষেত্রে ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয় সেই সমস্যা অনেকটাই দূর করবে বলে আশা করা যাচ্ছে। কোনও ব্যক্তির বাড়ির গবাদি পশু বা পোষ্য কুকুরের শরীর খারাপ করলেই বিডিও অফিসে খবর পাঠালেই হবে। ভ্রাম্যমান প্রাণী চিকিৎসাকেন্দ্র সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দরজায় গিয়ে হাজির হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাড়ির পোষ্যের শরীর খারাপ করলেই হাজির হয়ে যাবেন সরকারি চিকিৎসক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement