South 24 Parganas News: একজন‌ও শিক্ষক নেই! বন্ধ হ‌ওয়ার মুখে জুনিয়র হাইস্কুল

Last Updated:

দোতলা পাকা স্কুলবাড়ি আছে। আছে পড়ুয়াও। কিন্তু নেই কোন‌ও স্থায়ী শিক্ষক। আর তাই বর্তমানে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও এলাকার তিনজন স্থানীয় যুবক-‌যুবতী কোনক্রমে পঠনপাঠন চালিয়ে স্কুলটির অস্তিত্ব ধরে রেখেছেন।

+
দক্ষিণ

দক্ষিণ শিবগঞ্জ হাইস্কুল 

দক্ষিণ ২৪ পরগনা: স্কুলে নেই একজন‌ও স্থায়ী শিক্ষক। বাধ্য হয়ে গ্রামের ছেলেমেয়েরা এগিয়ে এসেছে পড়াতে। নুন্যতম পারিশ্রমিকে চেষ্টা করছে যাতে স্কুলটি বেঁচে থাকে। পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাইস্কুলের ঘটনা।
দোতলা পাকা স্কুলবাড়ি আছে। আছে পড়ুয়াও। কিন্তু নেই কোন‌ও স্থায়ী শিক্ষক। আর তাই বর্তমানে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও এলাকার তিনজন স্থানীয় যুবক-‌যুবতী কোনক্রমে পঠনপাঠন চালিয়ে স্কুলটির অস্তিত্ব ধরে রেখেছেন। পঞ্চম থেকে অষ্ঠম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের জন্য শিক্ষক না থাকায় দুটি-তিনটি ক্লাসের পড়ুয়াদের নিয়ে একসঙ্গে চলে ক্লাস।
advertisement
advertisement
এভাবে স্কুলের পঠনপাঠন কার্যত শিকেয় উঠেছে। অসুস্থতার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক সপ্তাহে রোজ স্কুলে আসতে পারেন না। এই পরিস্থিতিতে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের ভবিষ্যতে কথা ভেবে স্কুল পরিবর্তনের আবেদন জানিয়েছেন।
গ্রামের ছেলেমেয়েদের অক্লান্ত চেষ্টা সত্ত্বেও পাথরপ্রতিমার এই জুনিয়র হাইস্কুলের ভবিষ্যৎ সত্যিই অন্ধকারে নিমজ্জিত। কারণ শিক্ষকের অভাবের কারণে নতুন করে আর কোনও অভিভাবক তাঁর ছেলেমেয়েদের এই স্কুলে পাঠাচ্ছেন না। যারা আছে তাদেরও অনেকে টিসির আবেদন জানিয়েছে। এই বিষয়ে কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: একজন‌ও শিক্ষক নেই! বন্ধ হ‌ওয়ার মুখে জুনিয়র হাইস্কুল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement