South 24 Parganas News: ভোটের তাণ্ডবের ছবি স্কুল জুড়ে, আতঙ্ক নিয়েই ছন্দে ফিরছে পঠনপাঠন
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
ভোটের দিন স্কুলে চলেছিল গুলি- বোমার তাণ্ডব। তারপর স্কুল খুললেও সেই ঘটনার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পড়ুয়া, শিক্ষক, অভিভাবকদের।
দক্ষিণ ২৪ পরগনা : স্বাভাবিক ছন্দে ফিরছে স্কুলের পঠন-পাঠন, আতঙ্কে রয়েছে এলাকাবাসী ও অভিভাবক থেকে স্কুলের শিক্ষক। ভোটের দিন স্কুলে চলেছিল গুলি-বোমার তাণ্ডব। ভাঙচুর করা হয়েছিল স্কুলের আসবাবপত্র। জানালা-দরজা কিছুই বাদ যায়নি। তারপর স্কুল খুললেও সেই ঘটনার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পড়ুয়া, শিক্ষক, অভিভাবকদের। ছাত্রও কম আসছে। কারণ, এই পরিস্থিতিতে বহু অভিভাবক সন্তানকে স্কুলে পাঠাতে দ্বিধা বোধ করছেন। জয়নগর ২ নং ব্লকের ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই অবস্থা।
প্রধান শিক্ষক বাসুদেব সর্দার বলেন, ‘এসব একেবারেই উচিত ছিল না। ৮ ই জুলাই, ভোটের দিন সন্ধ্যার পর থেকে এই স্কুলে তাণ্ডব শুরু হয়। এখানে পুনরায় ভোটগ্রহণও হয়েছিল।
আরও পড়ুন ঃ পরকীয়ায় বাধা, নাবালক ছেলেকে খুন করল মা !
advertisement
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভোটের দিন সন্ধ্যায় লাইনে দাঁড়িয়েছিলাম। আচমকা সবাই পালাও পালাও বলে দৌড়োদৌড়ি শুরু করে দেয়। বোমা-গুলিবর্ষণ শুরু হয়। এখনও এলাকায় ছোটখাটো গোলমাল চলছে। ভোটের দিন রাজনৈতিক তাণ্ডবে স্কুল কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এর মধ্যে অনেকেই বাচ্চাকে সেখানে পাঠাতে চাইছে না।’
advertisement
স্কুলের এক শিক্ষক বলেন, ‘স্কুলের যা অবস্থা হয়েছে, ফিরে তাকানো যায় না। আমাদের মোট পড়ুয়ার সংখ্যা ৩৪৭ হলেও এখন আসছে মাত্র ১০০ জন মতো। এই অবস্থায় সব ক্লাসও ঠিকঠাক করানো যাচ্ছে না।’
advertisement
চতুর্থ শ্রেণির ছাত্র কাজল ঘোষ বলে, ‘আমাদের বসার বেঞ্চও ভেঙে ফেলা হয়েছে।’ আতঙ্কিত হয়ে রয়েছেন মিড ডে মিলের রাঁধুনি নীলিমা মিস্ত্রিও। তাঁর কথায়, ‘এই গ্রামে আগে কখনও এই ঘটনা ঘটেনি। এখনও স্কুলে আসতে ভয় লাগছে।’
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 7:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভোটের তাণ্ডবের ছবি স্কুল জুড়ে, আতঙ্ক নিয়েই ছন্দে ফিরছে পঠনপাঠন