Crime News: পরকীয়ায় বাধা, নাবালক ছেলেকে খুন করল মা !
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
নাবালক ছেলেকে শ্বাসরোধ করে খুন করল মা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নামখানা এলাকায়।
নামখানা: পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় নাবালক ছেলেকে শ্বাসরোধ করে খুন করল মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই অভিযোগে মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার উত্তর চন্দনপিঁড়িতে। নিহত ১৩ বছরের মইদুলতুল্লাহ। এই ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ, বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী এজাহারতুল্লা পরিযায়ী শ্রমিক। চারদিন আগে কাজের সূত্রে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন ওই মহিলা। মঙ্গলবার রাতে প্রতিবেশী যুবক হানিফ শেখের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন ওই মহিলা। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে ছেলে। তারপর থেকে ছেলেকে মুখ বন্ধ রাখার জন্য চাপ দিতে থাকে ওই মহিলার প্রেমিক হানিফ। বুধবার যথারীতি স্কুলে যায় মইদুলতুল্লা। স্কুল থেকে বাড়ি ফেরার পর ছেলেকে মারধর করে ওই মহিলা। এরপর শ্বাসরোধ করে খুন করে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। ছেলে আত্মঘাতী হয়েছে বলে প্রতিবেশীদের জানায় ওই মহিলা।
advertisement
advertisement
কিন্তু এলাকার মানুষের সন্দেহ বাড়ে। তখনই ওই মহিলাকে আটকে রেখে মারধর শুরু করেন প্রতিবেশীরা। চাপের মুখে ছেলেকে খুনের কথা স্বীকার করে নেয় ওই মহিলা। এরপর নামখানা থানার পুলিশ এসে ওই মহিলাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার কাকদ্বীপ মর্গে নিহত কিশোরের দেহের ময়নাতদন্ত হবে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2023 5:40 PM IST








