South 24 Parganas News: এই চিংড়ি চাষে মিলবে লাখ লাখ টাকা! মিষ্টি জলে এই ভাবে চাষ করুন নোনা জলের চিংড়ি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
মিষ্টি জলের এলাকায় নোনা জলের চিংড়ি চাষে সাফল্য লাভ করলেন মথুরাপুরের এক কৃষক। ওই কৃষকের নাম গোপাল হালদার। তাঁর এই কাজে সহযোগিতা করেছেন মথুরাপুর কৃষি অফিসের কর্মকর্তারা।
মথুরাপুর: মিষ্টি জলের এলাকায় নোনা জলের চিংড়ি চাষে সাফল্য লাভ করলেন মথুরাপুরের এক কৃষক। ওই কৃষকের নাম গোপাল হালদার। তাঁর এই কাজে সহযোগিতা করেছেন মথুরাপুর কৃষি অফিসের কর্মকর্তারা।
মথুরাপুর কৃষি অফিসের পক্ষ থেকে একটি প্রদর্শনশালার আয়োজন করা হয়েছিল দীঘার তাজপুরে। সেখানে গিয়ে গোপাল হালদার এই চাষ সম্পর্কে আগ্রহী হন। কিন্তু প্রধান বাঁধা হয়ে দাঁড়ায়, জলের ধরণ। সাধারণত ভেনামি চিংড়ি নোনা জলে চাষ হয়।
advertisement
advertisement
কিন্তু সেই সমস্ত বাঁধাকে দূরে সরিয়ে কৃষি অফিসের পরামর্শে চিংড়ি চাষ শুরু করেন গোপাল হালদার। প্রায় ১ লাখ ৮০ হাজার চিংড়ির মিন ছাড়া হয় পুকুরে। এই চিংড়ির জন্য নোনাজল সরবরাহ করা হয় শ্যালো থেকে।
প্রায় ৭০ দিন পর চিংড়ি তোলা হয় পুকুর থেকে। প্রায় ২.৫ টন চিংড়ি উঠেছে এবার। প্রায় ৩০০ টাকা কেজি পাইকারি দরে প্রায় ৭ লাখ টাকার চিংড়ি বিক্রি করেছেন তিনি। এই চিংড়ি চাষ করে সাফল্যের মুখ দেখায় খুশি কৃষক গোপাল হালদার।
advertisement
তাঁর এই সাফল্যের পর, এই চিংড়ি চাষ দেখতে পুকুর পরিদর্শনে গিয়েছিলেন মথুরাপুর কৃষি অফিসের সহ কৃষি অধিকর্তা ইন্দিরা মন্ডল। তাঁর সঙ্গে কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগামী দিনে এলাকায় এরকম আরও চিংড়ি চাষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 6:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
South 24 Parganas News: এই চিংড়ি চাষে মিলবে লাখ লাখ টাকা! মিষ্টি জলে এই ভাবে চাষ করুন নোনা জলের চিংড়ি