South 24 Parganas News: সাগরে জল সেচের সমস্যা মিটল, কাটা হল নতুন খাল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সাগরের কৃষিকাজে জলের অভাব দূর করতে প্রশাসনের উদ্যোগে কাটা হল নতুন খাল
দক্ষিণ ২৪ পরগনা: সাগরের মুড়িগঙ্গায় মিটল চাষের জলের সমস্যা, কাটানো হল নতুন খাল। খুশি গ্রামবাসীরা। মুড়িগঙ্গা-১ পঞ্চায়েতের রানা মোড় থেকে এই খালের সংস্কার করা হয়েছে।
সাগরের এই এলাকায় প্রতিবছর গ্রীষ্মকালে সেচের জলের ব্যাপক সমস্যা দেখা দেয়। এমনকি কিছু জায়গায় সাবমার্শিবাল পাম্প ব্যবহার করা সত্ত্বেও জল পাওয়া যাচ্ছিল না। তবে নতুন খাল কাটানোয় জলের এই সমস্যা পুরোপুরি মিটবে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
সম্প্রতি এই খাল পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁকে কাছে পেয়ে নিজেদের মনের কথা খুলে বলেন স্থানীয়রা। সেই সময় মুড়িগঙ্গার বেহাল কাঠের সেতুর কথাও তুলে ধরা হয়।
এরপর নিজে ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দেখেন দুটি সেতুরই অবস্থা অত্যন্ত খারাপ। দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি কাঠের সেতুটি সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেতু তৈরির কাজ এখনও শুরু হয়নি। এদিকে দীর্ঘদিনের জলের সমস্যা মেটায় পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 12:08 AM IST