Post Poll Violence: রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত

Last Updated:

Post Poll Violence: রাতের অন্ধকারের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আরএসপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী সামিম সরদার।

বাসন্তী: রাতের অন্ধকারের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলে আরএসপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী সামিম সরদার। তাঁর বাম হাতের গুলি লাগে।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ৪ নম্বর গরাণবোস এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর মা আচমকা অসুস্থ হয়ে পড়েন। সামিম স্থানীয় বাজারের মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন। রাতের অন্ধকারে একাই বাড়িতে ফিরছিলেন। অভিযোগ রাতের অন্ধকারে আচমকা তাঁকে আরএসপি আশ্রিত ১০/১২ জন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি লাগে তাঁর বাম হাতে।
advertisement
আরও পড়ুনঃ রাস্তায় আটকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর, ভাঙড়ে ফের তৃণমূল কর্মী খুন
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। গভীর রাতের অন্ধকারে গুলির আওয়াজ শুনে পড়শিরা বেরিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য আরএসপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Post Poll Violence: রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement