Post Poll Violence: রাস্তায় আটকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর, ভাঙড়ে ফের তৃণমূল কর্মী খুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Post Poll Violence: কিছুতেই শান্ত হচ্ছে না ভাঙড়। বিরামহীন সন্ত্রাসের রক্ত স্রোত বইছে ভাঙড়ে। রাজনৈতিক হিংসার কারণে বলি আরও ১।
ভাঙড়: কিছুতেই শান্ত হচ্ছে না ভাঙড়। রাজনৈতিক সংঘর্ষ যেন লেগেই রয়েছে। কার্যত রণক্ষেত্রের চেহারা ভাঙড়। বিরামহীন সন্ত্রাস রক্ত স্রোত বইছে ভাঙড়ে। রাজনৈতিক হিংসার কারণে বলি আরও এক। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাঠালিয়া এলাকায়। নিহত তৃণমূল কর্মীর নাম শেখ মোসলেম।
পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন ৭ জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ শনিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিং-কালিম্পং যাওয়ার টিকিট কেটেছেন? কতটা দুর্ভোগ কপালে? রইল ৫ দিনের আবহাওয়ার আপডেট
এ দিকে, হামলার সঙ্গে যোগ অস্বীকার করেছে আইএসএফ। এই নিয়ে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসে বাংলায় ৩৮ দিনে ৫৪ জনের মৃত্যু হল। ভোট গণনার ২ দিন পর ফের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভাঙড়। গুরুতর জখম হন ৪ জন আইএসএফ কর্মী।
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরও ভাঙড় শান্ত হয়নি। ভাঙড়ে বৃহস্পতিবার রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। বাসিন্দাদের আক্ষেপ, আগে এই সক্রিয়তা দেখালে হয়ত এত প্রাণ ঝরত না। কিন্তু কই ? কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, ভাঙড়ে ফের ঝরে গেল প্রাণ।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 11:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Post Poll Violence: রাস্তায় আটকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর, ভাঙড়ে ফের তৃণমূল কর্মী খুন