Rath Yatra 2023: রথেও এবার 'কিউ আর কোড'! কোথায় দেখা মিলল এই রথের জেনে নিন

Last Updated:

চমকে দেওয়ার মতো বিষয় হল এবার এই  'কিউ আর কোড'-এর দেখা মিলল রথে। 

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ডিজিটাল যুগে মানুষ ছোট মোবাইল ছেড়ে স্মার্টফোন ব্যবহার করছে। কিছু কিনতে গেলে এখন নগদ টাকা পরিবর্তে অনলাইনে  অর্থের লেনদেনকে বেছে নিচ্ছে।  প্রায় প্রতিটি দোকানে দেখা মেলে একটি ‘কিউ আর কোড’-এর আর সেই কোড দিয়ে স্ক্যান করলেই টাকা চলে যায় বিক্রেতার অ্যাকাউন্টে। সর্বত্রই প্রায় ছবিটা একরকম। এখন প্রায় সব ক্ষেত্রেই এই ব্যবস্থা। তবে চমকে দেওয়ার মতো বিষয় হল এবার এই  ‘কিউ আর কোড’-এর দেখা মিলল রথে।
হ্যাঁ, এমনই একটি চিত্র যা নজর কেড়েছে গোটা জয়নগর এলাকাবাসীর।
নিয়ম অনুযায়ী তিথি মেনে রথযাত্রা পালন করা হয়। আর ঠিক তার এক সপ্তাহ পরেই উল্টো রথ পালিত হয়। পাশাপাশি বিভিন্ন গ্রামে-গঞ্জে দেখা যায় কচিকাঁচারা তাদের ছোট ছোট রথ নিয়ে রথের দিন রাস্তায় বের হয়। তাদের সেই রথে থাকেন ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা।
advertisement
advertisement
ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা রথে বসিয়ে বাচ্ছারা রথের রশ্মিতে টান দেয়। পথ চলতি মানুষ-জন রথ দেখে প্রণাম করে অনেক সময়  প্রণামী দেয়। আর এবার সেখানেই। এবার প্রনামে দেওয়া যাবে অনলাইনের মাধ্যমেও। কারণ জয়নগরে কচিকাঁচাদের রথের সামনে দেখা মিলল ‘কিউ আর কোড’-এর। আর এই কোড স্ক্যান করে অনেকেই প্রনামী দিতে দেখা গেল।
advertisement
এ প্রসঙ্গে এক স্থানীয়বাসিন্দা বলেন, “আজকের দিনে খুচরো পয়সার অনেকটাই টান। ফলে এই ভাবে প্রনামী দেওয়া সহজ হবে। এই অভিনব একটি উদ্যোগ দেখে খুব ভাল লাগলো। কচিকাচারাও ডিজিটাল যুগে প্রবেশ করছে। আর আমার কাছে খুচরো পয়সাও ছিল না তাই আমি এই ‘কিউ আর কোড’ স্ক্যান করে বাচ্চাদেরকে পাঁচ টাকা দিয়ে দিলাম। এতে খুচরো পয়সারও দরকার হল না এবং বাচ্চারাও খুব খুশি হল।”
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Rath Yatra 2023: রথেও এবার 'কিউ আর কোড'! কোথায় দেখা মিলল এই রথের জেনে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement