বারুইপুর: নাবালিকার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাকে ধর্ষণের অভিযোগ।বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা । ঘটনার তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ বুধবার রায়দিঘীর গিলেরছাট এলাকা থেকে গভীর রাতে মেঘনাথ পুরকাইত নামে যুবককে গ্রেফতার করে ।বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে ওই যুবকের সঙ্গে অভিযোগকারিণীর পরিচয়। নাবালিকার অভিযোগ, তার পর থেকে প্রায় ফোনে কথা হত। দেখা করতে ডেকে তাঁকে বিয়ে করে বলে অভিযোগ। নাবালিকার আত্মীয়া বারুইপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করায় তদন্ত শুরু হয়। এর পরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ তার এলাকায় গেলে পালিয়ে যায় অভিযুক্ত।
আরও পড়ুন: মাত্র ৮ হাজারের জন্য যা ঘটল মুর্শিদাবাদে, নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না
আরও পড়ুন: 'এটা না করলে তুই অনেক দূর চলে যেতিস', মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা
বিভিন্ন আত্মীয়ের বাড়িতে ও হোটেলে পালিয়ে বেড়াচ্ছিল ওই যুবক। গতকাল রাতে রায়দিঘী থেকে তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। বারুইপুর আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হবে ।অর্পণ মণ্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baruipur, South 24 Parganas