South 24 Parganas News: রোজ ডে-তে দাম বাড়লেও টান পড়বে না গোলাপে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। প্রথম দিনই রোজ ডে। ঐদিন গোলাপের দাম আকাশ ছুঁলেও যোগানে ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন ফুল ব্যবসায়ীরা
দক্ষিণ ২৪ পরগনা: রাত পোহালেই রোজ ডে। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় রোজ ডে। এই দিনটি দিয়েই শুরু হয় ভ্যালেনটাইন্স উইক। এরপর ধাপে ধাপে আসে চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন্স ডে-এর মত প্রেম সপ্তাহের এক একটি গুরুত্বপূর্ণ দিন। তবে প্রথম দিনটিই হল প্রিয়জনকে গোলাপ দিয়ে ভালোবাসা জানানোর দিন। তবে এই বছরের রোজ ডে-এর আগের দিন সুখবর শোনালেন গোলাপ চাষিরা। বিগত বেশ কয়েকবছর ধরে রোজ ডে-র দিন গোলাপের ঘাটতি থাকলেও, এই বছর সেই ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন ফুল ব্যবসায়ীরা। বর্তমানে এক একটি গোলাপ বিক্রি হয় ৪ থেকে ৫ টাকা দরে। তবে রোজ ডে-র দিন সেই দাম কিছুটা বাড়বে। দাম থাকবে ১৫ থেকে ২০ টাকার মধ্যে। শেষের দিকে দাম আরও কিছুটা বেড়ে ২৫ এর মধ্যে হবে। তবে এর বেশি দাম বাড়ার সম্ভাবনা নেই।
এই বছর গোলাপের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ফুল ব্যাবসায়ীরা আগে থেকেই গোলাপ ফুল মজুত করেছেন। দক্ষিণ ২৪ পরগনার কোথাও গোলাপ চাষ হয় না, সেই জন্য এই ফুল বাইরে থেকে আনতে হয়। মূলত হাওড়ার ফুলের বাজার থেকে এই ফুল আসে। সেই কারণে রোজ ডে-র দিন কোনোরকমে যাতে ফুলের ঘাটতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখেছেন ফুল ব্যবসায়ীরা। আগে থেকে ফুল নিয়ে আসায়, চাহিদা অনুযায়ী গোলাপের যোগান দেওয়া যাবে বলে মনে করছেন ফুল ব্যবসায়ীরা।
advertisement
advertisement
গতবছরে ফুলের দাম ১০ থেকে ১৫ টাকার মধ্যে ঘোরাফেরা করেছিল সর্বত্র। এ নিয়ে এক ফুল ব্যবসায়ী শ্রীমন্ত প্রামাণিক জানান, চাহিদা অনুযায়ী জোগান দেওয়া যাবে ফুলের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও বাড়তে পারে। সেই দিকটি সকলকে লক্ষ্য রাখতে হবে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 7:19 PM IST