South 24 Parganas News: মহাসমারোহে সাগরে চলছে রথযাত্রার প্রস্তুতি, ছোটদের জন্য থাকছে ছোটা ভীম
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
মহাসমারোহে সাগরে চলছে রথযাত্রার প্রস্তুতি। গতবছর থেকে সাগরে শুরু হয়েছিল এই রথযাত্রা। এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এই রথযাত্রা।
গঙ্গাসাগর: মহাসমারোহে সাগরে চলছে রথযাত্রার প্রস্তুতি। গতবছর থেকে সাগরে শুরু হয়েছিল এই রথযাত্রা। এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এই রথযাত্রা। সেই উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে। গঙ্গাসাগর ইসকন মন্দিরের উদ্যোগে শুরু হয়েছিল এই রথযাত্রা। তবে এখন এই রথযাত্রা সাগরের রথযাত্রা নামে পরিচিত হয়েছে। সাগরের রুদ্রনগর থেকে ছয়েরঘেরি পর্যন্ত এই রথ চলবে। লক্ষাধিক মানুষের ভিড় হতে পারে এই রথযাত্রায়।
এবছর রথযাত্রার আগে একটি যজ্ঞ করা হবে। যেটি রথযাত্রাকে বাড়তি মাত্রা যোগাবে। এর সঙ্গে রথের সামনে থাকবে কিছু ধর্মীয় ট্যাবলো। যেখানে পৌরাণিক বিভিন্ন চিত্র তুলে ধরা হবে। সঙ্গে ছোটোদের আকর্ষণের জন্য থাকবে ছোটা ভীম, মিকি মাউস সহ বিভিন্ন কার্টুন চরিত্র।
আরও পড়ুন ঃ ডিভোর্স নয়, সংসারের দাবিতে শ্বশুরবাড়ির বন্ধ দরজার সামনে ধরনায় গড়িয়ার গৃহবধূ!
সাগরের একটি মাত্র প্রধান রাস্তা থাকায়, যানজটের সমস্যা হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখা হবে বলে খবর। আগামীকাল এই রথযাত্রা নিয়ে প্রাশাসনিক নিরপত্তার বন্দোবস্তও করা হয়েছে।
advertisement
advertisement
এ নিয়ে গঙ্গাসাগর ইসকন মন্দিরের মুখ্য সঞ্চালক সুন্দর গোবিন্দ দাস জানান, এই রথ ইসকনের মন্দিরের উদ্যোগে শুরু হলেও। বর্তমানে এই রথ সাগরের রথ হিসাবে পরিচিত হয়েছে। তিনি সকলকে আবেদন করবেন যেন এই রথযাত্রায় সকলে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 7:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মহাসমারোহে সাগরে চলছে রথযাত্রার প্রস্তুতি, ছোটদের জন্য থাকছে ছোটা ভীম