South 24 Parganas News: ডিভোর্স নয়, সংসারের দাবিতে শ্বশুরবাড়ির বন্ধ দরজার সামনে ধরনায় গড়িয়ার গৃহবধূ!

Last Updated:

South 24 Parganas News: পরিবার দেখাশোনা করেই মেয়ে পাপিয়ার সঙ্গে বিয়ে দেয় গড়িয়ার গোড়াগাছা এলাকার বাসিন্দা অরবিন্দ নস্করের৷ বিয়ের পর থেকে মাঝেমধ্যেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতেন পাপিয়া৷

সংসার করতে চেয়ে ধরনা গৃহবধূর
সংসার করতে চেয়ে ধরনা গৃহবধূর
দক্ষিণ ২৪ পরগনা: ডিভোর্স নয়, সংসার করব! এমনই দাবিতে শ্বশুরবাড়ির দরজায় ধরনায় গড়িয়ার গৃহবধূর৷ পাটুলির বাসিন্দা পাপিয়া বিশ্বাসের কাণ্ডে হতবাক সকলে। ২০২০ সালে পরিবার দেখাশোনা করেই মেয়ে পাপিয়ার সঙ্গে বিয়ে দেয় গড়িয়ার গোড়াগাছা এলাকার বাসিন্দা অরবিন্দ নস্করের৷ বিয়ের পর থেকে মাঝেমধ্যেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতেন পাপিয়া৷ একটি কাজের সূত্রে বেশ কয়েক মাস হলদিয়াতেও থাকেন তিনি৷
পাপিয়ার অভিযোগ, তাঁর স্বামী তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখতেন না৷ বিষয়টি শ্বশুরবাড়ির অন্যান্যদের জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি গৃহবধূর৷ সংসার করতে চেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশেরও দারস্থ হয়েছেন পাপিয়া৷ গতকাল থেকেই শ্বশুরবাড়ির দরজার সামনে ধরনায় বসেছেন তিনি৷ যদিও বাড়ি বর্তমানে তালাবন্ধ৷
advertisement
advertisement
পাপিয়ার অভিযোগ জোর করে তাঁকে একটি ফাঁকা কাগজে সইও করিয়ে নেওয়া হয়৷ দীর্ঘদিন শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ না রেখে তিনি ভুল করেছেন বলেও জানান পাপিয়া৷ শাশুড়ি তাঁর উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ করেছেন তিনি৷ এমনকি তাঁকে মেরে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে৷
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডিভোর্স নয়, সংসারের দাবিতে শ্বশুরবাড়ির বন্ধ দরজার সামনে ধরনায় গড়িয়ার গৃহবধূ!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement