South 24 Parganas News: জগদ্ধাত্রী পুজো ও রাসযাত্রায় মুর্তির চাহিদা ভাল! দীপাবলি শেষেও ব্যস্ততা মৃৎশিল্পীদের
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
পরপর রয়েছে জগদ্ধাত্রী, রাসযাত্রা ও কার্তিক পুজো। রাসযাত্রায় বেশ কয়েকবছর ধরে এই মডেলের চাহিদা বাড়ছে। বিভিন্ন সামাজিক বার্তা দিয়ে এই মডেল তৈরি হয়।
দক্ষিণ ২৪ পরগনা: জগদ্ধাত্রী ও রাস পুজোয় মডেল তৈরি করতে গিয়ে চাপ বাড়ছে মৃৎশিল্পীদের। পরপর রয়েছে জগদ্ধাত্রী, রাস ও কার্তিক পুজো। এই পুজোগুলিতে প্রতিমা তৈরির পাশাপাশি তৈরি করতে হয় মডেল। বেশ কয়েকবছর ধরে এই মডেলের চাহিদা বাড়ছে। বিভিন্ন সামাজিক বার্তা দিয়ে এই মডেল তৈরি হয়। কৃষকদের অবস্থা, গ্রাম পরিবেশের উপর এই মডেল তৈরি হয়।
মডেল তৈরি করতে গিয়ে অনেক ছোট ছোট মূর্তি তৈরি করতে হয়। ফলে সময় লাগে অনেকটাই। এদিকে পুজো পরপর হয়ে থাকে। এ নিয়ে এক মৃৎশিল্পী কমল রুইদাস জানিয়েছেন, চাপ এতটাই যাচ্ছে যে দুর্গাপুজো ও কালিপুজোতেও এত চাপ যায়নি। দিনরাত করে কাজ করতে হচ্ছে। এই কথার সঙ্গে একমত সুমন্ত কয়াল নামের এক মৃৎশিল্পী। তিনি জানিয়েছেন এই মডেল তৈরি করতে গিয়ে চাপ বাড়ছে।
advertisement
advertisement
মডেল গুলির চাহিদা থাকে এই রাস ও জগদ্ধাত্রী পুজোতে। এই সময় প্রায় সকল পুজো উদ্যোক্তারা এই মডেল চান। ফলে সময় লাগে বেশি। কিন্তু পুজো গুলি প্রায় গায়ে গায়ে থাকায় সময় মিলছে না। সেজন্য এখন কর্মব্যস্ততা রয়েছে ঠাকুর তৈরির ক্ষেত্রে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জগদ্ধাত্রী পুজো ও রাসযাত্রায় মুর্তির চাহিদা ভাল! দীপাবলি শেষেও ব্যস্ততা মৃৎশিল্পীদের