Lok Sabha Election 2024: জয়নগরে ভোট প্রচারে নানা সাজে সেজে বহুরূপীরা যোগ দিলেন! হনুমানজী! দেখে নিন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এদিন জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে হনুমানজি সেজে বিজেপির র্যালিতে যোগ দিলেন এক ব্যক্তি। দ্বিতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন ড: অশোক কান্ডারি। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল।
দক্ষিণ ২৪ পরগণা : জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। দক্ষিণ ২৪ পরগণার শেষ দফাতেই হবে নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্রচার করছেন। কেউ কাউকে এক ইঞ্চি মাটি ছাড়ছেন না। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এক অভিনব প্রচার দেখতে পাওয়া গেল।
এদিন জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে হনুমানজি সেজে বিজেপির র্যালিতে যোগ দিলেন এক ব্যক্তি। দ্বিতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন ড: অশোক কান্ডারি। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল।
advertisement
এই প্রচন্ড দাবদাহে জন্য অনেকেই সকালে প্রচার সেরে রাখছেন। আবার অনেকেই এই তীব্র গরমের মধ্যেও প্রচার করছে। তবে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি এক অভিনভ প্রচার করতে দেখতে পাওয়া গেল জয়নগর পুরসভার এলাকায়। গরমের হাত থেকে বাঁচতে দিনের পাশাপাশি রাতেও প্রচার করতে দেখা গেল এই প্রার্থীকে।
advertisement
আরও পড়ুন : সলমনের এই নায়িকা ভিলেন হতে চান বাবার মতোই! সুপারহিট পরিচালকের হাত ধরে ফিরবে কি তাঁর ভাগ্য
এদিন বিভিন্ন ধরনের বহুরূপী নানা ধরনের সাজ সেজে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জয়নগর স্টেশন বাজার থেকে পৌরসভার মাঠ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার একটি পদযাত্রা করেন।
advertisement
যদিও গত লোকসভা ভোটে জয়নগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডল প্রায় তিন লক্ষের বেশি ভোটে জয় লাভ করেছিলেন। তবে এবারে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2024 8:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Lok Sabha Election 2024: জয়নগরে ভোট প্রচারে নানা সাজে সেজে বহুরূপীরা যোগ দিলেন! হনুমানজী! দেখে নিন