South 24 Parganas News: খেলতে গিয়ে নিখোঁজ দুই পড়ুয়া, পুলিশি তৎপরতায় অবশেষে উদ্ধার

Last Updated:

South 24 Parganas News:  নিখোঁজ হয়ে যাওয়ার ৩৬ ঘন্টা পার হতে না হতেই, নিখোঁজ ছাত্রদের উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের রামচন্দ্রনগরে। মহরমের দিন ঢোলাহাটের ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়ে যায় ২ পড়ুয়া। এই ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। 

নিখোঁজ পড়ুয়ারা
নিখোঁজ পড়ুয়ারা
ঢোলাহাট: নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পার হতে না হতেই, নিখোঁজ ছাত্রদের উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের রামচন্দ্রনগরে। মহরমের দিন ঢোলাহাটের ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়ে যায় ২ পড়ুয়া। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই নিখোঁজ ছাত্রদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তবুও ওই দুই ছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ ২ ছাত্র সিদ্দিকীয়া হিফজুল কোরানিয়া মাদ্রাসার ছাত্র।
জানা যায় নিখোঁজ ২ ছাত্রের নাম সাইদুল ইসলাম মল্লিক ও আসাদুল শেখ। মহরমের দিন তারা খেলাধুলা করছিল ছাত্রাবাসের ক্যাম্পাসে। কিন্তু তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাদের। অগত্যা বাধ্য হয়ে ছাত্রাবাস কর্তৃপক্ষ থানায় দারস্থ হয়। পরে নিখোঁজ ছাত্রদের পরিবারকে বিষয়টি জানানো হয়। গ্রামেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হয়ে যাওয়ার ২৪ ঘন্টা পরও কেন তাদের খোঁজ মিলছে না এ নিয়ে প্রশ্ন তোলেন ওই ছাত্রদের পরিবারের লোকজন।
advertisement
advertisement
পুলিশ এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়। অবশেষে সন্তোষপুর থেকে তাদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রদের পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কীভাবে ওই ২ ছাত্র সন্তোষপুরে গেল, এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: খেলতে গিয়ে নিখোঁজ দুই পড়ুয়া, পুলিশি তৎপরতায় অবশেষে উদ্ধার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement