হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
বারুইপুরে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার সাত, উদ্ধার ডাকাতির সরঞ্জাম

South24Parganas News: বারুইপুরে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার সাত, উদ্ধার ডাকাতির সরঞ্জাম

ডাকাতির আগেই গ্রেফতার ৭ ডাকাত

ডাকাতির আগেই গ্রেফতার ৭ ডাকাত

সোমবার রাতে বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে বেশ কিছু দুষ্কৃতী বলরামপুর এলাকায় জড়ো হয়েছে। তারপর...

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল। গ্রেফতার ৭, উদ্ধার ডাকাতির সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার রাতে বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে বেশ কিছু দুষ্কৃতী বলরামপুর এলাকায় জড়ো হয়েছে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে অন্ধকারের সুযোগে সাত আট জন দুষ্কৃতী চম্পট দেয়। হাতেনাতে ধরা পড়ে সাত দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চপার,ভোজালি, ছুরি,লোহার রড ও তালা কাটার সরঞ্জাম এছাড়াও একাধিক ডাকাতির সরঞ্জাম।

    আরও পড়ুন: স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক

    আরও পড়ুন: বারান্দার জালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করার চরম খেসারত, জলপাইগুড়ি ফিরল নিথর দেহ

    পুলিশ সূত্রে খবর ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯ ও ৪০২ আইপিসি ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান,বলরামপুর এলাকা বা বারুইপুরের শহরতলী এলাকার কোনও কারখানাতে ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতী একসঙ্গে জড়ো হচ্ছিল। আজিই ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় অন্য কোনও বেআইনি কাজের সঙ্গে তাদের নাম যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

    অর্পণ মণ্ডল

    First published:

    Tags: Arrested, Baruipur, Big robbery, Equipment