লা জবাব, মাত্র ২০০ টাকা প্রতি প্লেট হিসেবে মিলছে ক্যাটারিং পরিষেবা, খুশি সকলেই
- Published by:Debalina Datta
Last Updated:
South 24 Parganas News : মাত্র ২০০ টাকাতেই এখনও চলছে অনুষ্ঠানবাড়ির রান্না ও খাওয়ানোর কাজ। এভাবেই রান্নার কাজ চলছে পাথরপ্রতিমার জি প্লটের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জে।
#পাথরপ্রতিমা : মাত্র ২০০ টাকাতেই এখনও চলছে অনুষ্ঠানবাড়ির রান্না ও খাওয়ানোর কাজ। হ্যাঁ সত্যিই তাই! এভাবেই দীর্ঘদিন রান্নার কাজ চলে আসছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ দক্ষিণ পাড়ায়।
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হল পাথরপ্রতিমার জি প্লট। সেজন্য বাইরে থেকে ক্যাটারিং আসত না গ্রামে। ফলে গ্রামের মানুষজনের খুবই সমস্যা হত। সেই সমস্যা থেকে মুক্তির পথ খুঁজছিলেন গ্রামবাসীরা। সেজন্য গ্রামবাসীরা নিজেরাই কমিটি বানান গ্রামে। এরপর সেই কমিটির উদ্যোগে রান্নার সমস্ত উপকরণ নিয়ে আসা হয় গ্রামে। বর্তমানে গ্রামের কমিটিকে মাত্র ২০০ টাকা দিলেই পাওয়া যায় বাসনপত্র থেকে শুরু করে, রান্না করার একাধিক উপকরণ।
advertisement
advertisement
শুধুমাত্র রান্নার উপকরণ নয় কমিটির পক্ষ থেকে দেওয়া হয় কাজের লোকও তারাই রান্না করা থেকে শুরু করে খাওয়ানো সব কাজই করেন। এভাবে দীর্ঘদিন ধরে চলে আসায় দক্ষিণ সুরন্দ্রগঞ্জের মানুষজনের এখন ভরসা ওই গ্রাম কমিটি।
advertisement
এ নিয়ে ওই কমিটির সদস্য কানাইলাল মন্ডল জানান যাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে তাদের বাড়ির লোকজন অনুষ্ঠানের সবজি, মসলা সহ যাবতীয় বাজার করে দিলে, বাকি সব দায়িত্ব কমিটি নেয়। সব্জি কাটা থেকে শুরু করে, রান্না করা, এমন কি খাওয়ানোর দায়িত্বও কমিটির সদস্যরা করে থাকেন। রান্নার জন্য যাবতীয় উপকরণও কমিটি দেয় থাকে। প্রায় দেড় হাজার মানুষের খাওয়ানোর ব্যবস্থা করতে পারে এই কমিটি। পাথরপ্রতিমার প্রত্যন্ত এলাকায় ক্যাটারিং এর বিকল্প হিসাবে এই কমিটি উঠে আসায় খুশি গ্রামবাসীরা।
advertisement
Nabab Mullick
view commentsLocation :
First Published :
November 19, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
লা জবাব, মাত্র ২০০ টাকা প্রতি প্লেট হিসেবে মিলছে ক্যাটারিং পরিষেবা, খুশি সকলেই