South 24 Parganas News: প্রতিযোগিতার আল্পনায় রাঙিয়ে গেল স্কুল, দেখতে ভিড় করলেন স্থানীয়রা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
স্কুলে অভিনব আল্পনা প্রতিযোগিতা। আর তা দেখতে ভিড় করলেন আশেপাশের মানুষ
দক্ষিণ ২৪ পরগনা: স্কুল প্রাঙ্গণে চলছে প্রতিযোগিতা, তাতে অংশ নিয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। আর তাতেই ভরে উঠেছে স্কুল প্রাঙ্গণ! এই ছবি দেখা যায় রাজ্যের সর্বত্রই। তবে যদি সেই প্রতিযোগিতা হয় অন্য ধাঁচের তাহলে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা।
এমনই এক অন্য ধরনের প্রতিযোগিতা দেখল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর। সেখানে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত হল আলপনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওই স্কুলের শতাধিক ছাত্রছাত্রী। খড়িমাটি, চক, চুন ও রঙ দিয়ে চলছিল এই আলপনা আঁকার কাজ।
এই নিয়ে স্কুলের এক ছাত্রী অঙ্কিতা বাগ জানায়, প্রথমবার এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। তার সহপাঠী ও স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই আল্পনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
advertisement
ছাত্রছাত্রীদের আঁকা আলপনায় যখন ভরে উঠছিল স্কুল প্রাঙ্গন, তখন দূর থেকে তা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন তাদের শিক্ষক-শিক্ষিকারা। এই ধরণের প্রতিযোগিতা সাধারণত দেখা যায় না। আর সেই অন্যরকম প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা সাবলীলভাবে অংশগ্রহণ করায় খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা।
advertisement
এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বলেন, "আমরাই মথুরাপুর তথা সুন্দরবন অঞ্চলের একমাত্র স্কুল যারা এরকম একটি বৃহৎ আকারে আল্পনা প্রতিযোগিতার আয়োজন করলাম। ২৩ জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি স্কুলে একাধিক অনুষ্ঠান আছে। স্বরস্বতী পুজো সহ স্কুলের নিজস্ব অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের আঁকা এই আলপনাগুলি প্রদর্শিত হবে।"
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রতিযোগিতার আল্পনায় রাঙিয়ে গেল স্কুল, দেখতে ভিড় করলেন স্থানীয়রা