Panchayat Election 2023: অশান্ত ভাঙড়! মধ্যরাতে গুলি, বোমার শব্দে কান পাতা দায়, কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা!
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Panchayat Election 2023: মধ্যরাতে ভয়াবহ অবস্থা ভাঙড়ের! বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা!
ভাঙড়: ভাঙড়ে ভোট গণনার দিন ভয়াবহ অবস্থা। প্রবল বোমাবাজি। ভোট কেন্দ্রেই আটকে রয়েছেন আরাবুল ইসলাম। প্রাণ ভয়ে বহু মানুষ লুকিয়ে রয়েছেন। চার কিলোমিটার দুর থেকে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে। কোনও ভাবেই সন্ত্রাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না! সূত্রের খবর, জানা যাচ্ছে বেশ কয়েকজন গুলিবিদ্ধ! মারা যাওয়ার সম্ভবনা একাধিকের! এই আতঙ্কের রাত কখন কাটবে কেউ জানে না। ঘটনাস্থলে প্রচুর পুলিশ। কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না বোমাবাজি। আর্তনাদ শোনা যাচ্ছে। প্রাণ ভয়ে যারা লুকিয়ে পড়েছেন, কেউ বাইরে আসতে পারছেন না। বড় সড় ঘটনা ভাঙড়ে। ভোটের গণনায় এমন পরিস্থিতি হবে কেউ ভাবেনি। যদিও পাখির নজর ছিলই ভাঙড়ে!
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বার বার অশান্ত হয়েছে ভাঙড়। গণনার রাতেও কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। ব্যাপক বোমাবাজির অভিযোগ ভাঙড়ে। অভিযোগ, ভাঙড়ের কাঠালিয়ায় গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজি শুরু করেছে একদল দুষ্কৃতী। মুড়ি মুড়কির মতো বোমা ফাটছে বলে অভিযোগ।
advertisement
advertisement
পরিস্থিতি এমন যে, গণনাকেন্দ্রের ভিতরেই আটকে রয়েছেন আরাবুল ইসলাম। মঙ্গলবার রাত বাড়তেই নতুন করে উত্তপ্ত হয় ভাঙড়ের বেশ কিছু এলাকায়। শুধু কাঠালিয়াতেই নয় শানপুকুরের চণ্ডীহাট গ্রাম ও চালতাবেড়িয়া এলাকাতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কর্মী ও সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। অভিযোগের তীর আইএসএফের দিকে।
advertisement
Suman Saha
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 2:11 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: অশান্ত ভাঙড়! মধ্যরাতে গুলি, বোমার শব্দে কান পাতা দায়, কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা!