South 24 Parganas News: বালির সবচেয়ে বড় রবি ঠাকুর গড়ে রেকর্ড করলেন বকখালির পলাশ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনার বকখালির পলাশ দাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় বালি ভাস্কর্য তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন
দক্ষিণ ২৪ পরগনা: বালি দিয়ে বকখালির সৈকতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন পলাশ দাস। তাঁর এই কীর্তি বালি দিয়ে তৈরি বিশ্বকবির সবচেয়ে বড় ভাস্কর্যের স্বীকৃতি পেয়েছে। তারই স্বীকৃতি পেলেন তিনি।
২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বকখালিতে পলাশ তৈরি করেছিলেন এই বালি ভাস্কর্য। ভারতবর্ষের মধ্যে যা সবথেকে বড়। নামখানা ব্লকের পাতি বুনিয়া গ্রামের বাসিন্দা পলাশ দাশ পেশায় অঙ্কন শিল্পী। পাশাপাশি তিনি ডেটা এন্ট্রি অপারেটরের কাজও করেন।
advertisement
advertisement
ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম ওঠায় খুশি শিল্পী পলাশ দাস। এই প্রসঙ্গে তিনি জানান, অনেক দিনের ইচ্ছে ছিল বিশ্বকবির বালি ভাস্কর্য তৈরি করার। তবে তা যে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলতে সাহায্য করবে সেটা তাঁর কল্পনায় ছিল না। পলাশ দাস জানিয়েছেন, আগামীতে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর বালি ভাস্কর্য তৈরি করতে চান। পলাশের এই সাফল্যের খবর পেয়ে গ্রামবাসীরা তাঁকে দেখতে ফুল ও মিষ্টি নিয়ে সংবর্ধনা জানান।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বালির সবচেয়ে বড় রবি ঠাকুর গড়ে রেকর্ড করলেন বকখালির পলাশ