North 24 Parganas News: ড্রাগন ফল চাষে স্বনির্ভর হওয়ার দিশা, পথ দেখাচ্ছেন বসিরহাটের কৃষক

Last Updated:

ড্রাগন ফল চাষ করে বেকারদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের কৃষক আমিনুল ইসলাম

+
title=

উত্তর ২৪ পরগনা: এক সময় আম বাঙালির কাছে অনেকটাই অপরিচিত ছিল ড্রাগন ফল। তবে এখন সাধারণ সবজি বিক্রেতাদের কাছেই কিনতে পাওয়া যায় এই ফল। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা। সেই ড্রাগন ফল চাষ করে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন বসিরহাটের কৃষক আমিনুল ইসলাম।
ক্যাকটাস গোত্রের মধ্যে পড়ে ড্রাগন ফল। এই ফল চাষে ঝুঁকি প্রায় নেই বললেই চলে। খরচও খুবই কম। অথচ পুষ্টিগুনে সমৃদ্ধ। এই ফল চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। কৃষি বিজ্ঞানীদের মতে, এই গাছ সব ধরনের পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। ড্রাগন ভারতীয় ফল না হলেও বর্তমানে ভারতের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে। দ্রুত এ দেশে জনপ্রিয় হয়ে উঠছে এই চাষ। বিদেশের মাটিতেও এই ফলটি বেশ বিখ্যাত। সব মিলিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাহিদা আছে ড্রাগন ফলের।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হংকং উদ্যানে শোভা পাচ্ছে এই ড্রাগন গাছ। সেখানে গাছে ঝুলছে থোকা থোকা ড্রাগন৷ বসিরহাট শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত হংকং উদ্যান। ৬০ বিঘা জমির উপর এটি গড়ে তুলেছেন স্থানীয় কৃষক আমিনুল ইসলাম। এখানে বেশ কয়েক বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছেন তিনি। তাঁর বাগানে হওয়া ড্রাগন ফল রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও বিক্রি হচ্ছে। তবে শুধু ফল বিক্রি নয়, ড্রাগন ফলের চারাও বিক্রি করছেন তিনি। তিনি জানেন, ড্রাগন ফল চাষ করে বেকাররা দ্রুত স্বনির্ভর হয়ে উঠতে পারেন।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ড্রাগন ফল চাষে স্বনির্ভর হওয়ার দিশা, পথ দেখাচ্ছেন বসিরহাটের কৃষক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement