Jalpaiguri News: নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি কাটুমকুটুম শিল্পের হাত ধরে প্রাণ পাচ্ছে, ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশ

Last Updated:

নদীতে ভেসে আসা মরা গাছের গুঁড়িতে শিল্পের প্রাণ সঞ্চার করছেন জলপাইগুড়ির বনমালী সরকার

+
title=

জলপাইগুড়ি: প্রতিভা থাকলে কী না হয়! তিস্তায় ভেসে আসা মরা গাছের গুঁড়ি শিল্পীর হাতের ছোঁয়ায় ভোল বদলে পাড়ি দিচ্ছে পৃথিবীর নানান প্রান্তে। কাটুমকুটম শিল্পী বনমালী সরকারের নাম এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কোনরকম সাহায্য ছাড়াই তিনি এগিয়ে নিয়ে চলেছেন নিজের শিল্পকর্মকে।
নামে বনমালী হলেও মৃত গাছে নিয়েই তাঁর যাবতীয় কারবার। তাতেই শিল্পের প্রাণ স্থাপন করছেন তিনি। জলপাইগুড়ি শহরের তিস্তা নদীর পাড়ে সেন পাড়ায় বসবাস এই শিল্পীর। তাঁর বাড়িকে গাছের ধ্বংসাবশেষ সংরক্ষণ কেন্দ্র বললেও ভুল হবে না। দীর্ঘ চার দশক ধরে এই বাড়িতে বসেই তিস্তায় ভেসে আসা মৃত গাছের গুঁড়ি, কাঠ দিয়ে সৃষ্টি করে চলেছেন ঘরের শোভা বর্ধন করে হাজারও জিনিস। যার মধ্যে মরা কাঠ, অথবা গাছের শিকড় খোদাই করে কখনও তৈরি করছেন মানুষের মুখাবয়ব আবার কখনও শুকনো কাঠকে হাতের কেরামতিতে করে তুলছেন লাস্যময়ী নারীর মুখ।
advertisement
advertisement
তাঁর নাম গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়লেও মনে যথেষ্ট আক্ষেপ আছে বনমালী সরকারের। তিনি জানান, এই কাটুমকুটুম শিল্প সামগ্রী আমেরিকা, পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর বহু দেশে পাড়ি দেয়। কিন্তু এই দেশে মানুষের কাছে এমন শিল্প সম্ভার তুলে ধরার পরিকাঠামোর যথেষ্ট অভাব আছে। তবে তিনি নিজের উত্তরাধিকার তৈরির কাজ শুরু করে দিয়েছেন। নিজের ছেলে বিশ্বজিৎ সরকারকে হাতে ধরে শিখিয়ে যাচ্ছেন এই শিল্পের কলাকৌশল। এই প্রসঙ্গে বিশ্বজিৎবাবু বলেন, কাটুমকুটুম শিল্পকর্মের চাহিদা অনেক। তবে এটি সময়সাপেক্ষ কাজ। তাই এতে ধৈর্য দরকার।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি কাটুমকুটুম শিল্পের হাত ধরে প্রাণ পাচ্ছে, ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement