Coromandel Express Accident : কোনওমতে প্রাণে বাঁচলেন করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী শ্বশুর ও পুত্রবধূ, হাসপাতালে শুয়ে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Coromandel Express Accident : করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের লেবুখালীর দুই বাসিন্দা মৃত্যুর মুখ থেকে ফিরে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা
সুমন সাহা, ক্যানিং: দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ যাত্রীই ছিলেন বাংলা থেকে। ওড়িশায় ভয়াবহ এই দুর্ঘটনায় বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের লেবুখালির দুই বাসিন্দা গুরুতর আহত। আহতদের নাম শহিদুল ইসলাম মোল্লা ও পারুলি মোল্লা। সম্পর্কে তাঁরা শ্বশুর ও বৌমা। পারুলের স্বামী কর্মসূত্রে চেন্নাই থাকেন, সেই কারণেই তাঁরা শুক্রবার শালিমার থেকেই করমণ্ডল এক্সপ্রেসে যাত্রা শুরু করেন।
ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন তাঁরা। সেখান থেকে কোনওমতে উদ্ধার হওয়ার পর রাতেই তাঁরা রওনা দেন বাড়ির উদ্দেশে। সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় চার যুবক। শনিবার সকালে তাঁদের নিয়ে আসা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়েই শোনালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
advertisement
advertisement
উল্লেখ্য, রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস এবং তীব্র গতিতে ছুটতে থাকা শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ হয়। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। ধাক্কা মারার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডলের লাইনচ্যুত কামরাগুলি পাশে দাঁড়ানো মালগাড়ির ওপরে উঠে যায়।প্রবল আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যারপর একে একে সেখানে পৌঁছয় বিভিন্ন উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে পাঠানো শুরু হয় বিভিন্ন হাসপাতালে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 12:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coromandel Express Accident : কোনওমতে প্রাণে বাঁচলেন করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী শ্বশুর ও পুত্রবধূ, হাসপাতালে শুয়ে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা