South 24 Parganas News: বকখালিতে অসহায় নেপালের অনাথ ভবঘুরে! তাঁর বাড়ি ফেরার আখ্যান হার মানাবে গল্পকেও

Last Updated:

South 24 Parganas News: সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। কিন্তু তাঁর বাড়ি কোথায়, কী ভাবেই বা তিনি বকখালি এলেন, এ সব প্রশ্নের ঠিকঠাক উত্তর মিলছিল না কিছুতেই।

পুলিশের সঙ্গে নেপালের যুবক
পুলিশের সঙ্গে নেপালের যুবক
বকখালি: বকখালি সমুদ্র সৈকতে প্রায় সময়‌ই এক ব্যক্তি ঘুরে বেড়াতেন। সমুদ্র সৈকতে থাকা দোকানগুলিতে গিয়ে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে যেত তাঁকে। বকখালি সমুদ্র সৈকতে কর্তব্যরত সিভিল ডিফেন্সের কর্মীদের চোখে পড়েন তিনি। সেই ব্যক্তির সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, তিনি এই রাজ্যের বাসিন্দা নন। কী ভাবে তিনি বকখালির সমুদ্র সৈকতে চলে এসেছেন, তা সঠিক ভাবে বলতে পারছে না ভবঘুরে ওই ব্যক্তি। এরপর সিভিল ডিফেন্সের কর্মীরা যোগাযোগ করেন ফ্রেজারগঞ্জ উপকূল থানাতে । ভবঘুরে ওই ব্যক্তিকে সেখানে নিয়ে আসা হয়।
সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। কিন্তু তাঁর বাড়ি কোথায়, কী ভাবেই বা তিনি বকখালি এলেন, এ সব প্রশ্নের ঠিকঠাক উত্তর মিলছিল না কিছুতেই। তাঁকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়ে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর সহযোগিতায় অবশেষে সেই ব্যক্তির বাড়ির সন্ধান মেলে।
advertisement
advertisement
ভিন দেশের বাসিন্দা সেই ব্যক্তির নাম রাম বাহাদুর। তিনি নেপালের বাসিন্দা।  ওই ব্যক্তি কথা বলছিলেন নেপালি ভাষায়। নিজের বিষয়ে তথ্য দিতে পারলেও এলোমেলো করে দিচ্ছিলেন সবটাই।  রাম বাহাদুরের বাড়ি নেপালের জনকপুরে দুধ হাউলীতে। জানা যায়, তাঁর মা-বাবা মারা গিয়েছেন অনেক বছর আগেই। তখন থেকেই এই যুবক কোথায় আছেন, প্রতিবেশীরা তা কেউই জানেন না।  নেপালের কনসুলেটং জেনারেল জনান, নেপালি এক স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা তাঁকে অতি দ্রুতবাড়িতে ফেরত পাঠানো হবে l
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বকখালিতে অসহায় নেপালের অনাথ ভবঘুরে! তাঁর বাড়ি ফেরার আখ্যান হার মানাবে গল্পকেও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement