বকখালি: বকখালি সমুদ্র সৈকতে প্রায় সময়ই এক ব্যক্তি ঘুরে বেড়াতেন। সমুদ্র সৈকতে থাকা দোকানগুলিতে গিয়ে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে যেত তাঁকে। বকখালি সমুদ্র সৈকতে কর্তব্যরত সিভিল ডিফেন্সের কর্মীদের চোখে পড়েন তিনি। সেই ব্যক্তির সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, তিনি এই রাজ্যের বাসিন্দা নন। কী ভাবে তিনি বকখালির সমুদ্র সৈকতে চলে এসেছেন, তা সঠিক ভাবে বলতে পারছে না ভবঘুরে ওই ব্যক্তি। এরপর সিভিল ডিফেন্সের কর্মীরা যোগাযোগ করেন ফ্রেজারগঞ্জ উপকূল থানাতে । ভবঘুরে ওই ব্যক্তিকে সেখানে নিয়ে আসা হয়।
সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। কিন্তু তাঁর বাড়ি কোথায়, কী ভাবেই বা তিনি বকখালি এলেন, এ সব প্রশ্নের ঠিকঠাক উত্তর মিলছিল না কিছুতেই। তাঁকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়ে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর সহযোগিতায় অবশেষে সেই ব্যক্তির বাড়ির সন্ধান মেলে।আরও পড়ুন: এবার কি মোঘলাই পরোটার নামও বদলে দেবে বিজেপি? নামবদলের রাজনীতি নিয়ে কটাক্ষ তৃণমূলের
আরও পড়ুন: পর পর দু'রাউন্ড গুলি, বুকে হাত দিয়ে গাড়িতে লুটিয়ে পড়লেন মন্ত্রী, প্রকাশ্যে ভিডিও
ভিন দেশের বাসিন্দা সেই ব্যক্তির নাম রাম বাহাদুর। তিনি নেপালের বাসিন্দা। ওই ব্যক্তি কথা বলছিলেন নেপালি ভাষায়। নিজের বিষয়ে তথ্য দিতে পারলেও এলোমেলো করে দিচ্ছিলেন সবটাই। রাম বাহাদুরের বাড়ি নেপালের জনকপুরে দুধ হাউলীতে। জানা যায়, তাঁর মা-বাবা মারা গিয়েছেন অনেক বছর আগেই। তখন থেকেই এই যুবক কোথায় আছেন, প্রতিবেশীরা তা কেউই জানেন না। নেপালের কনসুলেটং জেনারেল জনান, নেপালি এক স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা তাঁকে অতি দ্রুতবাড়িতে ফেরত পাঠানো হবে l
সুমন সাহানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ham Radio, Nepal, South 24 Parganas