South 24 Parganas News: জয়নগরে প্রকাশ্যে খুন! নেপথ্যে ত্রিকোণ প্রেম?
Last Updated:
হজরত গাজির স্ত্রী সঙ্গে সইদুল গাজির অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছে বলে দাবি পরিবার সূত্রে।পাশাপাশি কোনও টাকা পয়সার নিয়ে লেনদেন নিয়ে সমস্যা তৈরি হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
#জয়নগর: সাত সকালেই জয়নগরে খুন? প্রকাশ্য দিবালোকে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ অন্য এক যুবকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পেট্রল পাম্পের কাছে।
advertisement
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হজরত গাজি (৪০)। তাঁর বাড়ি দুর্গাপুরে। পেশায় দর্জি হজরত এ দিন সকালে কাজে বেরিয়েছিলেন। সেই সময় দুর্গাপুর পেট্রল পাম্পের কাছে প্রকাশ্যেই ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় সইদুল গাজি। এলোপাথাড়ি কোপ মেরে জয়নগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। এ দিকে রক্তাক্ত হজরতকে স্থানীয় বাসিন্দারা পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। পুলিশ জানিয়েছে, ধৃত সইদুল মৃত হজরতের প্রতিবেশী। ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা বলে অনুমান পুলিশের।সাত সকালে এভাবে প্রকাশ্য দিবালোকে খুন দেখে চিন্তিত এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন Birbhum News : হারিয়ে গিয়ে ফিরে এল সিউড়ির শিশু! ১৩ কিমি দূরে মিলল খোঁজ
তবে পরিবারের তরফ থেকে এই খুনের অভিযোগ যে হজরত গাজির স্ত্রী সঙ্গে সইদুল গাজির অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছে বলে দাবি পরিবার সূত্রে।পাশাপাশি পুলিশের প্রাথমিক তদন্তে তাদের অনুমান অভিযুক্ত হজরতের সঙ্গে সইদুলের কোন টাকা পয়সা লেনদেন হত কিনা এবং তার জেরে এই খুন কিনা, সে বিষয়টি তদন্ত করছে জয়নগর থানার পুলিশ।খবর পেয়ে জয়নগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
First Published :
October 10, 2022 2:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জয়নগরে প্রকাশ্যে খুন! নেপথ্যে ত্রিকোণ প্রেম?