South 24 Parganas News : পরিবেশ বাঁচাতে পাহাড় থেকে পায়ে হেঁটে সমতলকে জুড়লেন মানসী

Last Updated:

South 24 Parganas News : পরিবেশ বাঁচাতে পাহাড় থেকে পায়ে হেঁটে সমতলকে জুড়লেন মানসী। ১৪ ই জানুয়ারি শুরু হয়েছিল তার যাত্রা। প্রায় একমাস পর তিনি পায়ে হেঁটে এসে পৌঁছালেন বকখালিতে। 

+
মানসী

মানসী বিশ্বাস 

নবাব মল্লিক, বকখালি : পরিবেশ বাঁচাতে পাহাড় থেকে পায়ে হেঁটে সমতলকে জুড়লেন মানসী। ১৪  জানুয়ারি শুরু হয়েছিল তার যাত্রা। প্রায় একমাস পর তিনি পায়ে হেঁটে এসে পৌঁছালেন বকখালিতে। অতিক্রম করলেন প্রায় ৮০০ কিমি পথ। পরিবেশ বাঁচাতে এই অভিনব উদ্যোগ সাড়া ফেলেছে সমগ্র পশ্চিমবঙ্গে।
একটি ভয়াবহ পাহাড় ধসের ঘটনা নাড়া দিয়েছিল তাঁকে। এরপরই মালদা জেলার তরুণী মানসী বিশ্বাস সিদ্ধান্ত নেন, যে বদলে যাওয়া পরিবেশ নিয়ে সাধারণ মানুষজনকে অবগত করা খুবই জরুরি। নাহলে হয়তো অদূর ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটে যেতে পারে। সেই ভাবনা থেকেই পরিবেশ বাঁচাঁতে মানসী টাইগার হিল থেকে পদযাত্রা শুরু করেন। পথে একাধিক মানুষের সঙ্গে দেখা হয় তার। সকলকেই তিনি পরিবেশ রক্ষার বার্তা দেন।
advertisement
আরও পড়ুন :  কোটি কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস নিচ্ছেন ধনকুবের ব্যবসায়ী পরিবার
প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিমি টানা হাঁটতেন তিনি, কখনও গাছতলায়, কখনও আবার কোনও দোকানের বারান্দায় দাঁড়িয়ে পড়তেন‌। সেখানেই তিনি পরিবেশ রক্ষার বার্তা দিতেন। তাঁকে দেখে উৎসাহী জনতা তাঁর কথা শুনতে ভিড় জমাত সেখানে।
advertisement
advertisement
মূলত গাছ, নদী, মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য তিনি বার্তা দিয়েছেন। নগরায়াণের জন্য যথেচ্ছ হারে যে গাছ কাটা হচ্ছে, তা কমাতে না পারলে আগামীদিনে আরও বড় বিপদ নেমে আসতে পারে পৃথিবীর বুকে এমনই মত মানসীর। শুধুমাত্র পদযাত্রা নয় আগামীদিনে পরিবেশ রক্ষার জন্য লড়াই চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : পরিবেশ বাঁচাতে পাহাড় থেকে পায়ে হেঁটে সমতলকে জুড়লেন মানসী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement