South 24 Parganas News: নেই পানীয় জল, পুকুরের জলে রান্না আইসিডিএস সেন্টারে, প্রতিবাদ নামখানায়
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
আইসিডিএস সেন্টারে পানীয় জলের নলকূপ না থাকার প্রতিবাদে নামখানায় আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
নামখানা: নেই পানীয় জল, প্রতিবাদে নামখানায় আইসিডিএস সেন্টারে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। নামখানা ব্লকের ২১৭ নম্বর সুসঙ্গত শিশু বিকাশ কেন্দ্রে ঘটনা এটি। দীর্ঘ প্রায় ৫ বছর কোন নলকূপ নেই এলাকায়। ফলে ছোট ছোট শিশুদের বাড়ি থেকে জল এনে খেতে হয়। বর্তমানে বর্ষাকাল, চতুর্দিকে বিভিন্ন ডেঙ্গু থেকে আন্ত্রিক নানা রকম রোগ হচ্ছে। তারই মধ্যে স্কুলের ছেলেমেয়েদের খাবার রান্না হচ্ছে পুকুরের জলে।
এই অভিযোগ তুলে আইসিডিএস সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আইসিডিএস সেন্টারের শিক্ষিকা প্রণতি খাটুয়া, অভিভাবকদের নলকুপ না থাকার অভিযোগ মেনে নিলেও পুকুরের জলে রান্না কোথাও অস্বীকার করেন।
আরও পড়ুন ঃ দাবাং পুলিশ অফিসার! বাহুবলী ক্লাবের একী দশা করলেন বাস্তবের ‘সল্লু-ভাই’! চমকে যাবেন
তিনি বলেন, “প্রায় পাঁচ বছর কোন নলকূপ স্কুলে নেই। বছর দুই আগে স্কুলের কিছুটা দূরে নলকূপ বসলেও তা বহুদিন খারাপ হয়ে পড়ে আছে।” তিনি এ বিষয়ে বারবার সবাইকে জানিয়েছেন, কিন্তু কোন কাজের কাজ হয়নি। আগামী দিনে বিষয়ে তিনি উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে জানাবেন।
advertisement
advertisement
এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন আইসিডিএস সেন্টারে নলকূপ বসানোর কথা ভাবা হচ্ছে। তিনি বলেছেন, “এই রকম কোনও খবর আমার কাছে এখনো আসেনি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 25, 2023 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নেই পানীয় জল, পুকুরের জলে রান্না আইসিডিএস সেন্টারে, প্রতিবাদ নামখানায়







