South 24 Parganas News: বামুনেরচকের ১৫ বছর ধরে বেহাল রাস্তা, সারানোর দাবি তুলল স্থানীয়রা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Parganas News: বামুনেরচকের বেহাল রাস্তা সারানোর দাবি তুলল স্থানীয়রা। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এই রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে মানিকপাত্রের বাঁধ থেকে সাতপুকুরের গেটে যাওয়া যায়।
মথুরাপুর: বামুনেরচকের বেহাল রাস্তা সারানোর দাবি তুলল স্থানীয়রা। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এই রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে মানিকপাত্রের বাঁধ থেকে সাতপুকুরের গেটে যাওয়া যায়।
স্থানীয় সূত্রে খবর, বামুনের চকের এই রাস্তায় পিচের আস্তরণ অনেক আগেই উঠে গিয়েছে। রাস্তাজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জলে সেই গর্তগুলি রাস্তা না ডোবা বোঝা দায়। দীর্ঘ ১৫ বছর ধরে এমনই বেহাল দশা।দীর্ঘ এই দশ কিমি পথে একাধিক গ্রাম আছে। আছে একাধিক প্রাইমারি ও হাইস্কুল। সুন্দরবন উন্নয়ন পর্ষদের এই রাস্তা দীর্ঘ বছর সংস্কার না হওয়ায় নিত্য নাজেহাল হতে হচ্ছে বাসিন্দাদের।
advertisement
advertisement
গুরুত্বপূর্ণ এই রাস্তা ৩ টি বিধানসভা ক্ষেত্রের মধ্য দিয়ে বিস্তৃত। স্থানীয়দের অভিযোগ রাস্তা তো সারানোই হয় না। বড় গর্তগুলি বুজিয়েও দেওয়া হয় না। ফলে বর্ষার সময় জল জমে সেগুলি ডোবার আকার নেয়। রাস্তায় গাড়ি চালানোর সময় বোঝা যায় না রাস্তার কোন অংশ দিয়ে গাড়ি চালাতে হবে। বর্ষা শেষ হলেও এখনও রাস্তায় জমে আছে জল।
advertisement
বর্তমানে সন্ধ্যার পর গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায় বললেই চলে। খুব দরকার ছাড়া সন্ধ্যার পর বের হননা কেউই। এই সমস্যা সমাধানের জন্য স্থানীয়রা মাঝেমধ্যেই বিক্ষোভ দেখান, তবুও সারানো হয় না রাস্তা। এই রাস্তার গুরুত্ব বিবেচনা করে দ্রুত রাস্তা সারানোর আবেদন করেছেন সকল গ্রামবাসী। এখন দেখার কবে সারানো হয় এই রাস্তা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 8:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বামুনেরচকের ১৫ বছর ধরে বেহাল রাস্তা, সারানোর দাবি তুলল স্থানীয়রা