South 24 Paraganas News: ওড়না দিয়ে গলায় ফাঁস, খুনের পর জলাশয়ে ভাসানো হয় মহিলার দেহ! কারণ শুনলে গায়ে কাঁটা দেবে
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
South 24 Paraganas News: ডায়মন্ডহারবার থানার বারদ্রোণ এলাকায় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ল-ক্লার্ক প্রেমিক। ১২ ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিশ।
ডায়মন্ডহারবার: জলাশয় থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় সামনে এল একাধিক তথ্য৷ বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই এই পরিণাম বলেই মনে করা হচ্ছে৷
ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন কুমার দে জানান, জলাশয় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মহিলাকে শনাক্ত করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছিল যার মধ্যে মহিলার মোবাইল পাওয়া যায়। এরপরেই মোবাইলের সূত্র ধরে জানা যায়, নিহত মহিলা অহল্যা সর্দার ডায়মন্ড হারবার পুরসভার ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ।পাশাপাশি এও জানা যায়, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল।
advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা রব্বানী শেখ যিনি ডায়মন্ডহারবার আদালতে ল- ক্লার্কের কাজ করেন, তাঁর সঙ্গে মৃতের সম্পর্ক ছিল। সম্প্রতি রব্বানি বিয়ে করায় বিপত্তি ঘটে। অহল্যা সর্দার তাঁদের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা রব্বানি শেখের বর্তমান স্ত্রীকে জানিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে রব্বানি শেখের থেকে টাকা আদায় করতেন বলে অভিযোগ। সোমবার পুনরায় একই ঘটনা ঘটে৷ অহল্লা সর্দার ডায়মন্ড হারবার আদালত চত্বরে গিয়ে রব্বানী শেখের কাছে টাকা চেয়ে চাপ দেন বলে অভিযোগ। টাকা নিয়ে বচসা বাঁধে দুজনের মধ্যে৷ এর পরেই রব্বানি শেখ অহল্যা সর্দারের ওড়না নিয়ে তাঁর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে অহল্যা সর্দারের দেহ জলাশয় ফেলে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকেই পুলিশ খুনের সঙ্গে রব্বানি শেখের যোগসূত্র পায়৷ এরপরেই ওদিন দুপুরে রামচন্দ্রপুর থেকে রব্বানি শেখকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। খুনের অভিযোগ স্বীকার করেছে রব্বানি। বুধবার দেহ ময়না তদন্ত করার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অবশ্য এলাকায় এ ধরনের খুনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তবে খুনের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ, এটা একটা বড় বিষয়৷
advertisement
আনিশউদ্দিন মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 1:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: ওড়না দিয়ে গলায় ফাঁস, খুনের পর জলাশয়ে ভাসানো হয় মহিলার দেহ! কারণ শুনলে গায়ে কাঁটা দেবে