South 24 Parganas News: বিরাট সাফল্য জয়নগর থানার! চুরির দেড়মাসের মধ্যেই চোরাই মাল সহ ধরা পড়ল চোর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
এক গৃহস্থের বাড়িতে চুরির দেড়মাসের মধ্যে চুরির কিনারা করল জয়নগর থানার পুলিশ।
জয়নগর :এক গৃহস্থের বাড়িতে চুরির দেড়মাসের মধ্যে চুরির কিনারা করল জয়নগর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ শে ডিসেম্বরের রাতে জয়নগর থানার পুনপুয়া এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরি হয়। নগদ টাকা সহ বাড়ির ব্যবহার্য জিনিসপত্র চুরি হয়ে যায় সেদিন।
বছরের শেষ দিনে যখন মানুষ বর্ষবরণের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তখন নিঃশব্দে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে যায়।পরেরদিন সকালে বাড়ির মালিক ঘরে ঢুকে তাঁর ঘরের আসবাবপত্র আগোছালো দেখে হতভম্ব হয়ে পড়ে।দেখে তাঁর ব্যবহার্য জিনিসপত্র সহ নগদ অর্থ চুরি হয়ে গেছে। আর তখনই জয়নগর থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে ঘটনার বিবরণ নথিবদ্ধ করেন।
advertisement
আরও পড়ুন- দক্ষিণ ২৪ পরগনার এই মন্দিরে শিবলিঙ্গ এসেছিল কাশী থেকে, পরে তার নাম থেকেই এলাকার নামকরণ হয়
advertisement
তারপরে এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জয়নগর থানার দুই এস আই। আর সেই তদন্তের সূত্রধরে বৃহস্পতিবার জয়নগর থানার পুনপুয়ার বাড়ি থেকে আমিনউদ্দীন মোল্লা অরফে আমিন,কে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত তা জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 7:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিরাট সাফল্য জয়নগর থানার! চুরির দেড়মাসের মধ্যেই চোরাই মাল সহ ধরা পড়ল চোর