Maha Shivratri 2023|| দক্ষিণ ২৪ পরগনার এই মন্দিরে শিবলিঙ্গ এসেছিল কাশী থেকে, পরে তার নাম থেকেই এলাকার নামকরণ হয়

Last Updated:

Maha Shivratri 2023: মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দির তৈরি হয়েছিল প্রায় ৩৫০ বছর আগে। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে এই মন্দির

+
শিবলিঙ্গ

শিবলিঙ্গ

দক্ষিণ ২৪ পরগনা: মহাশিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে মন্দিরবাজারের প্রাচীন কেশবেশ্বর শিব মন্দির। ১১৫৫ খ্রীষ্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির তৈরি করে চৌধুরী পরিবার। এই চৌধুরীরা সেই সময় ওই এলাকার জমিদার ছিল। পরবর্তীকালে এই মন্দিরের নাম থেকেই এলাকার নাম হয়ে যায় মন্দিরবাজার।
মহাশিবরাত্রি উপলক্ষে কেশবেশ্বর শিব মন্দির ইতিমধ্যেই সেজে উঠেছে। মন্দিরের সামনে টাঙানো হয়েছে শামিয়ানা। মন্দির চত্বরে বসেছে ফলের বাজার। স্নানের ঘাটটিও সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় সমস্তটাই দেখভাল করে মন্দিরের দায়িত্বে থাকা ট্রাস্ট।
advertisement
advertisement
এই মন্দিরের স্থাপত্যশৈলী দক্ষিণ ২৪ পরগণার অন্যান্য মন্দিরের থেকে অনেকটাই আলাদা। প্রায় ৭০ ফুট উচ্চতার এই মন্দিরের উপরে রয়েছে ত্রিশুলযুক্ত কলস‌। ত্রিখিলান প্রবেশপথ ও অলিন্দ এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। যা অন্যান্য মন্দিরের সঙ্গে এই মন্দিরকে আলাদা করেছে।
কথিত আছে, স্বপ্নাদেশ পেয়ে প্রায় সাড়ে তিনশো বছর আগে এলাকার জমিদার কেশব রায় চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের শিবলিঙ্গ আনা হয়েছিল কাশী থেকে। এলাকায় এই কেশবেশ্বর শিব মন্দিরের খ্যাতি বিপুল। শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী সেখানে আসবেন। তাঁদের কথা ভেবে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের কর্মকর্তারা‌। প্রশাসনের পক্ষ থেকেও সমস্তরকম পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। পুণ্যার্থীদের সুবিধার্থে মন্দিরের সামনেই তৈরি করা হয়েছে একটি অতিথি নিবাস। যার ফলে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Maha Shivratri 2023|| দক্ষিণ ২৪ পরগনার এই মন্দিরে শিবলিঙ্গ এসেছিল কাশী থেকে, পরে তার নাম থেকেই এলাকার নামকরণ হয়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement