South 24 Parganas News: বাসন্তীর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভিন জেলার প্রচুর ভোটার কার্ড

Last Updated:

বাসন্তীর রাস্তা থেকে উদ্ধার হল ভিন জেলার প্রচুর ভোটার কার্ড। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় তুঙ্গে উঠেছে জল্পনা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে শয়ে শয়ে সচিত্র ভোটার পরিচয়পত্র পড়ে রাস্তার ধারে! দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কুলতলি বাজার এলাকা থেকে বুধবার সকালে উদ্ধার হল কয়েকশো ভোটার আইডি কার্ড। এখানে পড়ে থাকা বেশিরভাগ পরিচয়পত্রই উত্তর ২৪ পরগনার বলে জানা গিয়েছে।
বুধবার সকালে কাজে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারাই প্রথম এই ভোটার কার্ডগুলো পড়ে থাকতে দেখেন। বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের কুলতলি বাজার এলাকায় রাস্তার পাশে পড়েছিল এই ভোটার কার্ডগুলি। যেখানে এগুলো পড়েছিল সেই রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে মানুষজন চলাচল করে। কে বা কারা কী করে এই ব্যস্ত রাস্তায় এত বিপুল পরিমাণ ভোটার কার্ড ফেলে দিয়ে যেতে পারল জানিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে আসে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির বেশিরভাগই উত্তর ২৪ পরগনার। এর মধ্যে বেশিরভাগই আবার বারাসত, হালিশহর, নৈহাটি, বারাকপুর, বসিরহাট এলাকার বলে জানা গিয়েছে। কিন্তু কোথা থেকে এই ভোটার কার্ডগুলি এল তা নিয়ে ধন্দে সবাই।
advertisement
এই ঘটনর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় এক বাসিন্দা জানান, বাজারের সামনে কয়েকশো ভোটার কার্ড পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনার জেলার একাধিক ঠিকানা রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে। এবার ভোটার কার্ড উদ্ধার হওয়ায় বিষয়টা অনেকেরই স্বাভাবিক লাগছে না। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনায় জঙ্গিযোগের আশঙ্কা প্রকাশ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাসন্তীর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভিন জেলার প্রচুর ভোটার কার্ড
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement