Batasa: বাড়িতে ২০ মিনিটেই তৈরি করুন বাতাসা, জানুন পদ্ধতি
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Batasha Making Tips : বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি খাবার হল বাতাসা। শিশুদের কাছেও খুব প্রিয় এই মিষ্টি। এই মিষ্টি খাবার বাড়িতেই তৈরি করতে পারেন আপনি।
দক্ষিণ ২৪ পরগনা: বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি খাবার হল বাতাসা। শিশুদের কাছেও খুব প্রিয় এই মিষ্টি। এই মিষ্টি খাবার বাড়িতেই তৈরি করতে পারেন আপনি। বাতাসা তৈরি করতে হলে আপনাকে আনতে হবে বেকিং ট্রে ও ছিদ্রযুক্ত একটি পাত্র। প্রথমে বাতাসা তৈরির জন্য চিনি ও জল দিয়ে মিশ্রণটিকে ফোটাতে হবে।চিনি সম্পূর্ণ গুলে গেলেও অপেক্ষা করতে হবে। এরপর মিশ্রণটি সম্পূর্ণ ফুটে ঘন হয়ে গেলে নামিয়ে আনতে হবে।
এরপর মিশ্রণটিকে দুই আঙুলের মধ্যে দিয়ে পরীক্ষা করে দেখতে হবে মিশ্রনটি জালের মত তৈরি হচ্ছে কিনা। যদি সেরকম হয় তাহলে মিশ্রণটি বাতাসা তৈরির জন্য উপযুক্ত।এরপর ছিদ্রযুক্ত পাত্রে মিশ্রনটি নিয়ে বাতাসার মত ছোট ছোট করে ফেলতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ২০ মিনিটেই শেষ হয়ে যাবে।
advertisement
advertisement
এই প্রক্রিয়ার কথা জানিয়েছেন বড়াশির বাতাসা শিল্পীরা। তাঁরা দীর্ঘ ১২ বছর ধরে এই বাতাসা তৈরি করেন। বাতাসা বর্তমানে বাজারে ৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। চিনি ছাড়াও গুড় দিয়ে তৈরি করা যেতে পারে এই বাতাসা। সেকারণে আপনি বাতাসা তৈরি শিখতে পারলে এই বাতাসা বানিজ্যিক ভাবে বিক্রি করে লাভবান হতেও পারবেন।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 8:49 PM IST