South 24 Parganas News: পুজোর আগে মন্দিরবাজারের শোলাগ্রামে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

Last Updated:

দুর্গাপুজোর আগে চরম ব্যস্ত মন্দিরবাজারের শোলাগ্রামের হস্তশিল্পীরা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর আগে মন্দিরবাজারের শোলাগ্রামে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মন্দিরবাজারের মহেশপুরের অধিকাংশ বাসিন্দাই এই কাজের সঙ্গে যুক্ত। প্রতিমার শোলার ফুলের সাজ, গয়না, আবরণ ইত্যাদি ছোলা দিয়ে তৈরি করেন তাঁরা।
এই গ্রামের সবচেয়ে প্রবীন ব্যক্তি রবীন্দ্রনাথ হালদার, তাঁর কাছ থেকেই কাজ শিখেছেন বাকিরা। তাই গ্রামে তাঁর কদর সবার থেকে বেশি। তবে তিনি একচোখে দেখতে পান না। সেই প্রতিবন্ধকতা সরিয়ে নিজের জেদের বশেই মন্দিরবাজারে এখনও প্রতিমার সাজসজ্জা তৈরি করছেন ৮০ বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথবাবু। বাঁ-চোখ ছোটবেলাতেই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্ত ডান চোখের ভরসাতেই শোলা দিয়ে দেবীমূর্তি, গয়না, দেবীর সাজসজ্জা তৈরির কাজ করে চলছেন। তাঁর হাতের কাজ দেখলে চমকে উঠতে হয়।
advertisement
advertisement
দুর্গাপুজোর আগে মন্দিরবাজারের এই শোলাগ্রামে ব্যস্ততা তুঙ্গে ওঠে। রবীন্দ্রনাথ হালদারের তৈরি শোলার গয়না, সাজসজ্জা এবার যাবে বেহালা, জয়নগর, ডায়মণ্ডহারার ও মন্দিরবাজারের আশপাশের পুজো মণ্ডপে। তবে শুধুমাত্র তিনি একা নন, এই গ্রামে শোলার কাজ করেন অনেকেই। সকাল ১১ টার পর থেকে শুরু হয় কাজ। চলে রাত পর্যন্ত। পুকুরিয়া থেকে আনা হয় কাজ‌। শোলা দিয়ে প্রতিমার সাজ গয়না, আঁচল, মুকুট সব তৈরি করেন তাঁরা। শোলা দিয়ে পাখিও তৈরি করেন। কিন্তু এই কাজ চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন হয়ে উঠছে। অস্ত্র, চুমকি, শোলা, কাঁচি, কাগজ, ছেনি সব উপাদানের দাম বেড়ে যাওয়ায় খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুজোর আগে মন্দিরবাজারের শোলাগ্রামে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement