Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের হাতে থাকবে GPS ব্যান্ড! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

প্রতিবছর মেলায় লাখ লাখ পুণ্যার্থীদের। তার মধ্যে কিছুজন প্রতিবছর হারিয়ে যান। তাঁদের খুঁজে বের করতে অনেকটাই বেগ পেতে হয়‌‌। তবে এবার সেজন্য পুণ্যার্থীদের হাতে পরানো হবে জিপিএস ব্যান্ড।

গঙ্গাসাগর: নতুন বছরের প্রথম মাসেই আয়োজিত হবে গঙ্গাসাগর মেলা। হাতে রয়েছে মাত্র ১ মাস। এবছর গঙ্গাসাগর মেলায় প্রযুক্তির ব্যবহার হবে, সে সম্পর্কে আগেই ইঙ্গিত দিয়েছিল প্রশাসন। আর এবার জানানো হল এবছর ঠিক কী কী নতুন ব্যবস্থা থাকবে।
প্রতিবছর মেলায় লাখ লাখ পুণ্যার্থীদের। তার মধ্যে কিছুজন প্রতিবছর হারিয়ে যান। তাঁদের খুঁজে বের করতে অনেকটাই বেগ পেতে হয়‌‌। তবে এবার সেজন্য পুণ্যার্থীদের হাতে পরানো হবে জিপিএস ব্যান্ড। যা পুণ্যার্থীদের অবস্থান সুনিশ্চিত করবে। পরিবহনের জন্য ভেসেল অথবা গাড়িতে থাকবে কিউআর কোড।
advertisement
advertisement
কিউআর কোড যুক্ত কোনও গাড়ি বা ভেসেল রুটের বাইরে গেলে সঙ্গে সঙ্গেই তা অ্যালার্মের মাধ্যমে জানান দেবে কন্ট্রোল রুমে। এছাড়াও মেলার কোথায় কী রয়েছে তা জানতে মন্দির প্রাঙ্গন অথবা অন্যান্য জায়গায় কিউ আর কোডের মাধ্যমে স্ক্যান করলেই জানতে পারবে পূণ্যার্থীরা।
advertisement
সম্প্রতি গঙ্গাসাগরের সার্কিট হাউজে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে একথা জানানো হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও, সুন্দরবন উন্নয়ন বঙ্কিমচন্দ্র হাজরা-সহ অন্যান্য ব্যক্তিরা।
আগেই জানান হয়েছিল মেলার জন্য নদীতে এবছর নেভিগেশন সিস্টেম এবং আ্যন্টি ফগ লাইট থাকছে‌। আর এবার জানানো হল পুণ্যার্থীদের সুরক্ষায় নতুন কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবমিলিয়ে ২০২৪-এর গঙ্গাসাগর মেলা ‌যে অন্যান্য মেলার থেকে আলাদা হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের হাতে থাকবে GPS ব্যান্ড! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement