Gold Price | Gold News : বাজারের থেকে হাফ দামে বিক্রি হচ্ছে সোনা! এত সস্তা! বকখালিতে হচ্ছে টা কী? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Gold Price | Gold News : সোনা তাও নাকি আবার বাজারের থেকে হাফ দামে বিক্রি হচ্ছে! বহু মানুষেই ভিড় করছেন এই সোনা কিনতে! হচ্ছে টা কী! জানুন
#কাকদ্বীপ: বকখালিতে চলছে কম দামে সোনা বিক্রি। সেই সোনা কেনাবেচা করতে বাইরের রাজ্য থেকে এসেছেন খরিদ্দাররা। আসল সোনার প্রায় হাফ দামে চলছে এই সোনা কেনাবেচা। এই ঘটনার কথা জানতে পেরেই ঘটনার সত্যতা যাচাই করতে অনুসন্ধানে নামে পুলিশ। এরপর পুলিশ জানতে পারে সেগুলি আসল সোনা নয়, সেগুলি নকল সোনার পিন। এরপর ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৬ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কম দামে সোনা বিক্রির টোপ দিয়ে নকল সোনা বিক্রি করত বলে জানতে পেরেছে পুলিশ। এই নকল সোনা কেনাবেচার চক্রের পর্দাফাঁস করে বড় সাফল্য পেয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ফ্রেজারগঞ্জ থানার পুলিশের কাছে সুত্র মারফত খবর আসে যে বকখালির একটি হোটেলে কয়েকজন মিলে নকল সোনার অবৈধ লেনদেন করছে। এরপরই ওসি ফ্রেজারগঞ্জ পুলিশ বাহিনী নিয়ে ওই হোটেলে অভিযান চালায়। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
তল্লাশির সময় প্রায় ৫০০ গ্রাম সোনালী রঙের পিন উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনালি পিন নকল সোনা বলে স্বীকার করে নেয় অভিযুক্তরা। এই নকল সোনা বিক্রির জন্য গুজরাট ও রাজস্থানের দুই বাসিন্দাকে ডাকা হয়েছিল। তাদের নাম বিমলকুমার মোহনলাল গাগলানি ও অরুমুগাম। তাদেরকেও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। বাকিরা দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট, মথুরাপুর ও মন্দিরবাজার এলাকার বাসিন্দা। এরা হল মারুফ হোসেন মোল্লা, আবিদ হোসেন মোল্লা, সাহাজুল মিস্ত্রি ও সাহারুখ সেখ। ধৃত ৬ জনকে শুক্রবার কাকদ্বীপ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
Location :
First Published :
December 02, 2022 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gold Price | Gold News : বাজারের থেকে হাফ দামে বিক্রি হচ্ছে সোনা! এত সস্তা! বকখালিতে হচ্ছে টা কী? জানুন