South 24 Parganas: কোভিড প্রোটোকল মেনে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা

Last Updated:

ঢাকে কাঠি পরল গঙ্গাসাগর মেলায়, করোনা বিধি মেনে শক্ত হাতে মেলা পরিচালনায় প্রস্তুত জেলা প্রশাসন

শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা
শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: হাইকোর্টের রায় ঘোষণার পরই ঢাকে কাঠি পরল গঙ্গাসাগর মেলার (Gangasagar Fair)। আদালতের রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ‍্য। শর্তসাপেক্ষে মেলার অনুমতি মিলতেই বিকালে মেলা প্রাঙ্গণে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পরিষেবা প্রদান কেন্দ্রের সূচনার মাধ‍্যমে, মেলার সূচনা হয়ে গেল এদিনই। উদ্বোধন করলেন সুন্দরবন (Sundarbans) উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। গঙ্গাসাগর মেলার (Gangasagar Fair) চূড়ান্ত প্রস্তুতির কাজও প্রায় শেষে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আদালতের নির্দেশ মতই বাড়তি সর্তকতা নিয়েছে জেলা প্রশাসন। ১০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে গঙ্গাসাগর মেলার (Gangasagar Fair) উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনের আগেই করোনার বিধি মেনে সমস্ত প্রস্তুতি সেরে নিতে চাইছে জেলা প্রশাসন। রাজ্যে যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সে কথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলা কে নিরাপদে সুসম্পন্ন করতে বদ্ধপরিকর প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত পুণ্যার্থীদের আসার পথে বিভিন্ন জায়গায় থাকবে আর্টিপিসিয়ার টেস্টের সুযোগ। বাড়ানো হয়েছে সেভ হোমের সংখ্যাও। পথে নামানো হয়েছে ভ্রাম্যমান মাস্ক বিতরণ যান, সেখান থেকে বারবার প্রচার চালানো হচ্ছে পুণ্যার্থীদের মাস্ক ব্যবহার করার জন্য।
গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের পাশাপাশি গণপরিবহনের সঙ্গে যুক্ত মানুষদের টিকা করনও প্রায় শেষ বলে প্রশাসন সূত্রে খবর। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড বিধি মানার জন্য কপিলমুনি মন্দির এর সামনে প্রচারের পাশাপাশি কড়া নজরদারি চালানো হচ্ছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ভাষায় মাস্ক ও শারীরিক দূরত্বও বিধি মেনে চলার হোডিং টাঙিয়েছে ব্লক প্রশাসন। মাস্ক ছাড়া গঙ্গাসাগর মেলায় যাতে কেউ প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। আট নম্বর লট জেটিঘাট, কচুবেড়িয়া ঘাট থেকে মেলার বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। পুণ্যার্থীদের জন্য রাখা হচ্ছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকা ভেসেল , বাস, অটো গুলিতে স্যানিটাইজ করার কাজ চালানো হচ্ছে।
advertisement
গঙ্গাসাগর মেলায় সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ই স্নান ও ড্রোনের মাধ্যমে স্নানের ব্যবস্থা রাখা হয়েছে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। আদালত শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে। মেলায় সুরক্ষা বিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তার জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি। সুষ্ঠুভাবে যাতে মেলা সম্পন্ন হয় এবং সংক্রমণ যাতে না ঘটে সেদিকেই এখন বিশেষ নজর প্রশাসনের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: কোভিড প্রোটোকল মেনে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement