South 24 Parganas News|| পৃথক ঘটনায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বারুইপুরে গ্রেফতার ৪
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
বারুইপুর থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে মোট চারটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি-সহ লোহার রড, করাত উদ্ধার করেছে। ঘটনায় মোট চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
#বারুইপুর: দুটি পৃথক ঘটনায় বারুইপুর থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে মোট চারটি আগ্নেয়াস্ত্র ও দু-রাউন্ড গুলি সহ লোহার রড, করাত উদ্ধার করেছে। ঘটনায় মোট চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার গভীর রাতে বারুইপুর থানার এস আই সুকুমার রুইদাস খবর পান বারুইপুর থানার কাটাখাল এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি ঘোরাঘুরি করছে। তৎক্ষণাৎ পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে এক ব্যক্তিকে। ধৃতের নাম ইক্তিয়ার হোসেন। তার কাছ থেকে তিনটি দেশি বন্দুক ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি এলাকায় অস্ত্র বিক্রি করতে এসেছিল সে। এর আগেও এলাকায় একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তবে সঠিক কী কারণে সে এ দিন অস্ত্র নিয়ে যাচ্ছিল তা তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ পড়াশুনা লাটে! নানা সমস্যায় জর্জরিত ইস্তারনপুর হাইস্কুলের পড়ুয়া-শিক্ষিকেরা
পাশাপাশি রবিবার রাতে বারুইপুর ফুলতলা রোডে নাকা তল্লাশি করার সময় প্রেস স্টিকার সাটা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ লোহার রড, করাত, ভোজালি উদ্ধার করে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই মগ্রাহাটের বাসিন্দা। ডাকাতির উদ্দেশ্যে তারা এলাকায় ঢুকেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনা সম্পর্কে আরও তদন্ত শুরু করেছে পুলিশ। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।
advertisement
advertisement
দুটি ঘটনায় ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত।
view commentsLocation :
First Published :
November 28, 2022 11:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News|| পৃথক ঘটনায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বারুইপুরে গ্রেফতার ৪