Sundarban News: সুন্দরবনের মধু মৌলেদের থেকে আরও বেশি টাকায় কিনবে বন দফতর

Last Updated:

মধুতে ২৩ শতাংশের বেশি জল থাকলে সেই মধু বন দফতর কেজি প্রতি ২২৫ টাকা করে দাম দেবে। আর ২৩ শতাংশের কম জল থাকলে সেই মধুর দাম কেজি প্রতি ২৫০ টাকা করে পাবেন মৌলেরা।

+
title=

সুন্দরবন: মৌলেদের জন্য সুখবর। এবার সুন্দরবনের গহীন অরণ্য থেকে তাঁদের সংগ্রহ করা মধুর দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। বন দফতর ঠিক করেছে মধুর গুণগতমানের উপর ভিত্তি করে কেজি প্রতি ৪৫-৭০ টাকা দাম বাড়ানো হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জেনে হাসি ফুটেছে হতদরিদ্র মৌলেদের মুখে।
সুন্দরবনের মধুর চাহিদা গত দু-তিন বছরে যথেষ্ট বেড়েছে। আর সেই কারণে এর বাজার দরও বর্তমানে অনেকটাই বেশি। তাছাড়া মৌলেরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের ভেতর থেকে মধু সংগ্রহ করে আনেন তাতে বাড়তি অর্থ অবশ্যই তাঁদের প্রাপ্য। বন দফতর মধুর দাম বাড়ানোয় তা মৌলেদের আর‌ও উৎসাহিত করবে। এতে মধু সংগ্রহ বাড়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন অনেকে।
advertisement
advertisement
চলতি বছরে আগামী ৭ এপ্রিল থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় মধু সংগ্রহের জন্য প্রবেশ করতে পারবেন বৈধ মৌলেরা। এর জন্য প্রায় ৫০ টি মৌলের দলকে মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে বলে বন দফতর সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মৌলে এই মধু সংগ্রহের অনুমতি পাবেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি বিট অফিস থেকে এই অনুমতি নিয়ে আগামী একমাস ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বিভিন্ন জঙ্গল থেকে মধু সংগ্রহ করবেন তাঁরা। মধু সংগ্রহের পর সেই মধু সজনেখালিতে এসে বন দফতরের কাছে বিক্রি করবেন।
advertisement
বন দফতর সূত্রে খবর, গত বছর কেজি প্রতি মধু ১৮০ টাকা করে দাম পেয়েছিলেন মৌলেরা। এর সঙ্গে ২০ টাকা বাড়তি দেওয়া হত মধু সংগ্রহের পারিশ্রমিক হিসেবে। চলতি বছর থেকে মধুর গুণমান বিচার করে এই প্রথম দুটি ভাগে ভাগ করা হচ্ছে সংগৃহীত মধু। মধুতে ২৩ শতাংশের বেশি জল থাকলে সেই মধু বন দফতর কেজি প্রতি ২২৫ টাকা করে দাম দেবে। আর ২৩ শতাংশের কম জল থাকলে সেই মধুর দাম কেজি প্রতি ২৫০ টাকা করে পাবেন মৌলেরা। পাশাপাশি প্রতি কেজিতে এবারও ২০ টাকা করে পারিশ্রমিক পাবেন তাঁরা। পাশাপাশি এবার মৌলেদের নিরাপত্তার জন্য আরও বেশি সতর্কতা নেওয়া হয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban News: সুন্দরবনের মধু মৌলেদের থেকে আরও বেশি টাকায় কিনবে বন দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement