South 24 Parganas News: নতুন প্রজন্মকে আবার মাঠমুখী করতে জয়নগর পুরসভার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

Last Updated:

মাঠ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মাঠে নেমে খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়। আর তাই নতুন প্রজন্মকে মাঠোমুখী করতে বিশেষ উদ্যোগ জয়নগর পুরসভার

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: এখনকার ছোট ছেলেমেয়েরা মাঠে গিয়ে খেলাধুলার থেকে স্মার্টফোনের ভার্চুয়াল খেলা বেশি পছন্দ করে। ফলে বিকেলে নিয়ম করে যে খেলাধুলোর প্রচলন ছিল আগে তা অনেকটাই কমে গিয়েছে। এতে শিশু মনে কু-প্রভাব পড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আর তাই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ জয়নগর পুরসভার।
এলাকার পড়ুয়াদের কম্পিউটার ও মোবাইল গেমের ভার্চুয়াল জগৎ থেকে বার করে এনে মাঠমুখী করতে ফুটবল খেলার আয়োজন করল জয়নগর পুরসভা। করোনার জন্য প্রায় দু'বছর খেলাধুলো বন্ধ ছিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে সবকিছু ছন্দে ফিরলেও খেলাধুলা থেকে যেন অনেকটাই দূরে সরে গিয়েছে ছেলেমেয়েরা। এদিকে একদল অর্থলোভী প্রোমোটারদের দাপটে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ‌ও। আর তাই এলাকায় খেলাধুলার সংস্কৃতি আবার ফিরিয়ে আনতে এগিয়ে আসে জয়নগর-মজিলপুর পুরসভা। এ নিঃসন্দেহে এক ব্যাতিক্রমী উদ্যোগ। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়ায় আমরা সবাই ক্লাবের উদ্যোগে ক্লাবের মাঠে আট দলের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল।
advertisement
advertisement
এই প্রতি‌যোগিতায় আশেপাশের এলাকা থেকে ৮ টি দল অংশ নেয়। ফাইনালে ওঠে আদি ফুটবল লাভার্স ও জে এম যুবা। জে এম যুবার হয়ে ফাইনালে মাঠে নামেন জয়নগর থানার এসআই রাজু গুপ্তা। ৩-০ গোলে আদি ফুটবল লাভার্স বিজয়ী হয়।
advertisement
এই খেলা দেখতে বহু দর্শক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা জয়নগর-মজিলপুর পুরসভার পুরপ্রধান সুকুমার হালদার, বিকাশ দত্ত, সঞ্জীব সাহা সহ আরও অনেকে। দীর্ঘ দিন পরে এত সুন্দর খেলা দেখতে পেয়ে খুশি এলাকার মানুষ।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নতুন প্রজন্মকে আবার মাঠমুখী করতে জয়নগর পুরসভার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement