South 24 Parganas News: বয়স শুধুমাত্র সংখ্যা! সাইকেল র‍্যালি করে প্রমাণ করলেন পাঁচজন ষাটোর্ধ্ব ব‍্যক্তি

Last Updated:

বয়স শুধুমাত্র সংখ্যা, রায়দিঘী থেকে পুরী সাইকেল র‍্যালি করে প্রমাণ করলেন ৫ ষাটোর্ধ্ব ব‍্যক্তি। মনের জোর থাকলে যে সবই সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন তারা। তাদের এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন সকলেই।

+
সাইকেল

সাইকেল র‍্যালি

#রায়দিঘী : বয়স শুধুমাত্র সংখ্যা, রায়দিঘী থেকে পুরী সাইকেল র‍্যালি করে প্রমাণ করলেন ৫ ষাটোর্ধ্ব ব‍্যক্তি। মনের জোর থাকলে যে সবই সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন তারা। তাদের এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন সকলেই। নভেম্বরের ২ তারিখে সাইকেল নিয়ে পুরীর উদ‍্যেশ‍্যে বের হন নিত‍্যগোপাল বসু, দীপক মন্ডল, অরুণ মজুমদার, তুষার সরদার ও দিব‍্যেন্দু হালদার নামের ৫ ব‍্যক্তি। সকলেই অবসরপ্রাপ্ত ব‍্যক্তি। কেউ ডাক্তার, কেউ শিক্ষক কেউ বা অন‍্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
তবে অবসর যে তাদের মনে কোনো প্রভাব ফেলতে পারেনি তা তাদের প্রচেষ্টা দেখে সহজেই অনুমান করা যায়। পুরী যাওয়ার আগে তারা সাইকেল নিয়ে বকখালি, সাগর সহ একাধিক জায়গায় গিয়ে নিজেদের কর্মদক্ষতা দেখেছেন। তারপর তারা পুরীর উদ‍্যেশ‍্যে বের হন। পুরী অভিযান সফল করে সেখান থেকে নভেম্বরের ১১ তারিখে পুরী থেকে বাড়ির উদ‍্যেশ‍্যে রওনা দেন। তারা বাড়িতে ফিরলেই তাঁদেরকে ফুল দিয়ে স্বাগত জানান গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! সাগরে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত ১
শুধুমাত্র ভ্রমণের উদ‍্যেশ‍্যেই এই সাইকেল র‍্যালি তা নয়। তাঁরা সকলেই বিভিন্ন সামাজিক বার্তা লেখা প্লাকার্ড নিয়ে সমগ্র যাত্রাপথে সমাজ সচেতনতার বার্তা দিয়েছেন। প্লাকার্ডে ছিল রক্তদান নিয়ে বার্তা, প্লাস্টিক বর্জনের বার্তা, আবার কোনো প্লাকার্ডে ছিল সাপে কাটা রুগীদের ঠিক কি করণীয় তা নিয়ে বার্তা। ষাট বছর বয়স পার হলেই যখন অধিকাংশ ব‍্যক্তি অবসর সময়ে অলসভাবে দিনযাপন করেন, তখন এই ৫ ষাটোর্ধ্ব ব‍্যক্তির প্রয়াস নিসন্দেহে নজর কেড়েছে সকলের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোর মতই কার্তিক পুজো হয় এই গ্রামে!
এ নিয়ে এই সাইকেল র‍্যালির টিম লিডার নিত‍্যগোপাল বসু জানান সাইকেল নিয়ে পুরী যাওয়ার জন‍্য সাইকেলটিকে বিশেষভাবে তৈরি করেছিলেন তাঁরা। সাইকেলে ছিল জোরালো লাইটের ব‍্যবস্থা। হর্ণের সিস্টেম, সোলার প‍্যানেল, মোবাইল চার্জি‌ং পোর্ট সহ একাধিক জরুরি ব‍্যবস্থার বন্দোবস্ত। এই সাইকেল র‍্যালির মাধ‍্যমে তাঁরা বিভিন্ন সমাজ সচেতনতায় বার্তা দিয়েছেন। সেই সঙ্গে এটাও দেখিয়ে দিয়েছেন যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা, মনের জোর থাকলে সবকিছু করা সম্ভব।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বয়স শুধুমাত্র সংখ্যা! সাইকেল র‍্যালি করে প্রমাণ করলেন পাঁচজন ষাটোর্ধ্ব ব‍্যক্তি
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement